ইট’স নট ট্রু, আদালতে এ বি এম খায়রুল হক

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  রায় জালিয়াতির অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বি এম খায়রুল হক বলেন, ইট’স নট ট্রু।

 

বুধবার (৩০ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালতে তিনি এ মন্তব্য করেন।

 

এ দিন সকাল সাড়ে ৯টায় এ বি এম খায়রুল হককে আদালতে হাজির করে পুলিশ। এরপর মাথায় হেলমেট, হাতে হাতকড়া ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে আদালতে তোলা হয়। ১০ মিনিট পর আদালতে শুনানি শুরু হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক খালেক মিয়া ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

 

মামলার তদন্ত কর্মকর্তা বলেন, তার রায়ের কারণে তিনটি প্রজন্ম ভোট দিতে পারেনি। এ রায় কেন দিয়েছেন? কার হুকুমে দিয়েছেন? কারা জড়িত এ বিষয়ে জানা দরকার?

 

পরে রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার বলেন, রিটায়ার্ডে যাওয়ার ১৬ মাস পর তিনি এ রায় দেন। শেখ হাসিনা সরকারকে স্বৈরাচার বানানোর জন্য তিনি এ রায় দিয়েছেন। এ রায়ের পর দীর্ঘ দিন কষ্ট করে আমরা এ জায়গায় এসেছি। আপনারাও কষ্ট করেছেন। অনেক জুডিশিয়াল কাজ করতে পারেননি।

 

এ বক্তব্যের পর এ বিএম খায়রুল হক বলেন, ইট’স নট ট্রু।

 

এরপর রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বলেন, সুপ্রিম কোর্টে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর এ বিতর্কিত রায় দেন। এ ঘটনায় পেনাল কোডের ২১৯ ও ২৬৪ এ মামলায় হয়েছে। এতে সাত বছরের কারাদণ্ড হতে পারে। এ রায়ের পর বাংলাদেশে একটি ফ্যাসিস্টের পথ উম্মুক্ত হয়। শেখ মুজিবুর যা করেছেন, তার চেয়েও তিনি আরও বেশি করেছে। বাংলাদেশের একটি প্রাচীন রাজনৈতিক দলকে তিনি নিশ্চিহ্ন করেছেন। তাকে রিমান্ডে নিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ হাসিনার দোসর কোন কোন প্রধান বিচারপতি, তারা কী কী নীল নকশা করেছেন, বহিঃবিশ্বের কে কে এতে জড়িত ছিল, সেটাও জানা যাবে। সে জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

 

এ দিন আসামি পক্ষের কোনও আইনজীবী ছিল না। পরে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আন্দোলন কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না : রিজভী

» হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন নুরুল হক নুর

» দোহায় তৌহিদ হোসেন-ইসহাক দার বৈঠক

» বাণিজ্য সম্পর্ক আরও জোরদার, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত ঢাকা

» যমুনা অভিমুখে প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

» জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করা হবে: আসিফ মাহমুদ

» নবীর আদর্শ মনে প্রাণে ধারণ করে জীবন গঠন হবে ….. জেলা প্রশাসক নরসিংদী 

» ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের উত্তরা ক্যাম্পাসে ইয়াং লার্নার ইংলিশ লার্নিং সেন্টার-এর নতুন শাখা চালু করল ব্রিটিশ কাউন্সিল

» ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অধীনে ব্র্যাক ব্যাংকের দেশব্যাপী আর্থিক সাক্ষরতা প্রোগ্রাম আয়োজন

» নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে মাদক কারবারি স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৩

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইট’স নট ট্রু, আদালতে এ বি এম খায়রুল হক

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  রায় জালিয়াতির অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বি এম খায়রুল হক বলেন, ইট’স নট ট্রু।

 

বুধবার (৩০ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালতে তিনি এ মন্তব্য করেন।

 

এ দিন সকাল সাড়ে ৯টায় এ বি এম খায়রুল হককে আদালতে হাজির করে পুলিশ। এরপর মাথায় হেলমেট, হাতে হাতকড়া ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে আদালতে তোলা হয়। ১০ মিনিট পর আদালতে শুনানি শুরু হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক খালেক মিয়া ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

 

মামলার তদন্ত কর্মকর্তা বলেন, তার রায়ের কারণে তিনটি প্রজন্ম ভোট দিতে পারেনি। এ রায় কেন দিয়েছেন? কার হুকুমে দিয়েছেন? কারা জড়িত এ বিষয়ে জানা দরকার?

 

পরে রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার বলেন, রিটায়ার্ডে যাওয়ার ১৬ মাস পর তিনি এ রায় দেন। শেখ হাসিনা সরকারকে স্বৈরাচার বানানোর জন্য তিনি এ রায় দিয়েছেন। এ রায়ের পর দীর্ঘ দিন কষ্ট করে আমরা এ জায়গায় এসেছি। আপনারাও কষ্ট করেছেন। অনেক জুডিশিয়াল কাজ করতে পারেননি।

 

এ বক্তব্যের পর এ বিএম খায়রুল হক বলেন, ইট’স নট ট্রু।

 

এরপর রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বলেন, সুপ্রিম কোর্টে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর এ বিতর্কিত রায় দেন। এ ঘটনায় পেনাল কোডের ২১৯ ও ২৬৪ এ মামলায় হয়েছে। এতে সাত বছরের কারাদণ্ড হতে পারে। এ রায়ের পর বাংলাদেশে একটি ফ্যাসিস্টের পথ উম্মুক্ত হয়। শেখ মুজিবুর যা করেছেন, তার চেয়েও তিনি আরও বেশি করেছে। বাংলাদেশের একটি প্রাচীন রাজনৈতিক দলকে তিনি নিশ্চিহ্ন করেছেন। তাকে রিমান্ডে নিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ হাসিনার দোসর কোন কোন প্রধান বিচারপতি, তারা কী কী নীল নকশা করেছেন, বহিঃবিশ্বের কে কে এতে জড়িত ছিল, সেটাও জানা যাবে। সে জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

 

এ দিন আসামি পক্ষের কোনও আইনজীবী ছিল না। পরে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com