নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় হাসেন আলী(৫৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো তিনজন। শনিবার (২৬ জুলাই ) দুপুরে উপজেলার কয়েন বাজার ও বড়াইগ্রাম থানামোড় এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
হাইওয়ে থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাবিস্কো কোম্পানীর মালামাল ডেলিভারি দিতে বনপাড়া থেকে কয়েন বাজার যাচ্ছিলেন ভ্যানচালক হাসেম আলী। কয়েন বাজার এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেট কারের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই ভ্যান চালক । নিহত হাসেন আলী উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কাটাশকোল গ্রামের মৃত আবু বক্করের ছেলে। এসময় আহত হয় প্রাইভেটকার চালক। অপরদিকে প্রায় একই সময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় ঢাকাগামী দ্রুতগতির একটি নোহা মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসের চালক ও মালিক দুইজনই আহত হয়।
খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থল দুইটিতে পৌঁছে মরদেহটি উদ্ধার পুলিশ হেফাজতে নেয় এবং আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
Facebook Comments Box