সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘পুরোনো সিস্টেম ও পুরোনো আইনে বাংলাদেশ আর চলতে পারবে না। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই।
শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজারের বেরিরপাড়ে ‘দেশ গড়তে জুলাই পথযাত্রা’ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।
এর আগে শহরের শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হয়ে কোর্ট রোড ও শাহ মোস্তফা সড়ক প্রদক্ষিণ করে বেরিরপাড়ে গিয়ে শেষ হয়।
নাহিদ ইসলাম বলেন, ‘পুলিশ হত্যার ঘটনাকে কেন্দ্র করে অভ্যুত্থানকারী ছাত্র-জনতার ওপর দায় চাপানোর অপচেষ্টা চলছে। আমরা ৩ আগস্ট এক দফা কর্মসূচির মাধ্যমে স্পষ্ট করেছি—আমাদের লড়াই শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে। যে দমন-পীড়ন চালানো হয়েছে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই ছিল আমাদের বাধ্যতামূলক লড়াই। আমাদের সংগ্রাম ছিল ফ্যাসিস্ট রাষ্ট্র ও তার বাহিনীর বিরুদ্ধে।
এনসিপি আহ্বায়ক আরও বলেন, ‘বাহাত্তরের সংবিধান মানেই মুজিববাদী সংবিধান। দেশের সার্বিক সংস্কার ও উন্নয়নের জন্য এই সংবিধানেরও সংস্কার প্রয়োজন। যেখানে মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের অভ্যুত্থানের স্বীকৃতি থাকবে। কিন্তু বিভিন্ন রাজনৈতিক শক্তি বাহাত্তরের সংবিধান রক্ষার নামে রাজপথে সক্রিয় হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের সক্রিয় থাকতে হবে।
নাহিদ ইসলাম চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও বিভিন্ন জাতিসত্তার অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি, তিনি অভিযোগ করেন যে হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশ হত্যার দায় অভ্যুত্থানকারীদের ঘাড়ে চাপানোর ষড়যন্ত্র চলছে।
পথসভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম। বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মারুফ আল হামিদ ও জাকারিয়া ইমনসহ আরও অনেকে।