সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বর্তমানে ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক উদ্যোগ প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ফেসবুক। মাথায় নতুন কোনও আইডিয়া এলে সবার আগে আমরা একটা ফেসবুক পেজ খুলে বসি। তবে পেজ খোলা যতটা সহজ, সেটিকে জনপ্রিয় করে তোলা ঠিক ততটাই পরিশ্রম ও কৌশলের ব্যাপার। চলুন জেনে নিই কিছু কার্যকর টিপস, যা ফেসবুক পেজের লাইক ও এনগেজমেন্ট বাড়াতে সাহায্য করবে।
প্রোফাইল সাজিয়ে তুলুন
ফেসবুক পেজের নাম এমন হতে হবে, যা সহজেই মানুষ খুঁজে পাবে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে মানুষের খোঁজার অভ্যাস। অর্থাৎ মানুষ গুগল বা ফেসবুকে কী লিখে সার্চ করছে সেটি বিবেচনায় রেখে পেজের নাম ও ইউআরএল ঠিক করুন। এক্ষেত্রে পরিচিত ব্র্যান্ড হলে সে নামেই পেজ খোলা যায়। আর যদি ব্র্যান্ডের চিন্তা মাথায় না থাকে, তবে পেজের নাম বা ইউআরএল যতটা সম্ভব সাধারণ রাখুন। ডেসক্রিপশন, ঠিকানা, ফোন নম্বর এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সঠিকভাবে দিন। এক্ষেত্রে একটি আকর্ষণীয় কাভার ফটো বা ভিডিও ব্যবহার করুন এবং গুরুত্বপূর্ণ পোস্টগুলো ‘পিন’ করে রাখুন।
অন্যের সঙ্গে যোগাযোগ বাড়ান
পেজের প্রোফাইল থেকে অন্যান্য পেজের ভালো পোস্টে লাইক ও গঠনমূলক মন্তব্য করুন। এটি পেজের দৃশ্যমানতা এবং অর্গানিক গ্রোথ বৃদ্ধি করে।
‘কল টু অ্যাকশন’ বাটন যুক্ত করুন
পেজের ওপরের দিকে ‘সেন্ড মেসেজ,’ ‘শপ নাও,’ বা ‘সাইন আপ’ বাটন যোগ করুন। এটি পেজ ভিজিটরদের সরাসরি কার্যকর পদক্ষেপ নিতে উৎসাহিত করে।
গ্রুপ তৈরি করুন
পেজের ফলোয়ারদের একত্র করতে একটি ফেসবুক গ্রুপ তৈরি করতে পারেন। এতে সদস্যরা মতামত শেয়ার করতে পারবেন এবং এর মাধ্যমে অর্গানিক লাইক বাড়বে।
লাইভ ভিডিওতে যুক্ত হোন
ফেসবুক লাইভের মাধ্যমে পোস্টের চেয়ে ১০ গুণ বেশি রিচ পাওয়া যায়। নতুন পণ্য বা সেবার ডেমো কিংবা মজার টিউটরিয়াল লাইভ করতে পারেন।
পোস্টের দৈর্ঘ্য সঠিক রাখুন
পোস্টের দৈর্ঘ্য ৪০-৮০ অক্ষরের মধ্যে রাখুন (ইংরেজিতে)। অল্প কথায় বেশি তথ্য দিতে পারলেই রিচ বাড়বে।
সঠিক সময়ে পোস্ট করুন
আপনার টার্গেট অডিয়েন্স কখন সবচেয়ে বেশি সক্রিয় থাকে, তা বিশ্লেষণ করে সেই সময় পোস্ট করুন।
ইনস্ট্যান্ট রিপ্লাই সেট করুন
পেজে ইনবক্স মেসেজ আসার সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার জন্য অটো-রিপ্লাই ফিচার ব্যবহার করুন। এটি পেজের প্রতি ভিজিটরদের আস্থা বাড়ায়।
ভুল তথ্য শেয়ার করবেন না
পেজে ফেসবুকের নীতিমালা অনুসরণ করে কনটেন্ট পোস্ট করা খুবই গুরুত্বপূর্ণ। বিভ্রান্তিকর, মিথ্যা বা নীতিমালা লঙ্ঘনকারী কনটেন্ট পেজের জনপ্রিয়তা কমিয়ে দিতে পারে। তাই, ফেসবুকের নীতিমালা অনুযায়ী মানসম্মত এবং আকর্ষণীয় কনটেন্ট প্রচার করুন।