সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা সহায়তায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হেল্প ডেস্ক স্থাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। দগ্ধদের চিকিৎসায় রক্তের সন্ধান দিয়ে সহায়তার উদ্দেশে এ ডেস্ক স্থাপন করেছে সংগঠনটি।
ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ জানান, সোমবার থেকে তারা রক্তদাতাদের রক্তের গ্রুপ নির্ণয় করে একটি তালিকা তৈরি করেছেন এবং তা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ কোনো গ্রুপের রক্ত চাইলে তারা তাৎক্ষণিকভাবে তালিকা থেকে উপযুক্ত ডোনার এনে রক্তের ব্যবস্থা করছেন।
শুধু রক্ত জোগানই নয়, দগ্ধ রোগীদের স্বজন ও দর্শনার্থীদের বিভিন্ন দিক থেকেও সহায়তা করছে ছাত্রদল। হেল্প ডেস্ক থেকে খাবার পানি, ওরাল স্যালাইনসহ প্রাথমিক সহায়তা সরবরাহ করা হচ্ছে। কেউ কোনো সহযোগিতা চাইলে ছাত্রদলের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন।
রাজু আহমেদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় আমরা এখানে আছি। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব মনে করি।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনেই স্থাপন করা হয়েছে এই হেল্প ডেস্ক। যেখান থেকে দগ্ধ রোগীর স্বজনরা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা পাচ্ছেন বলে জানা গেছে।