সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর থেকে বিদেশ ফেরত এক বাসযাত্রীকে অজ্ঞান করে ছিনিয়ে নেয়া ১৮ ভরি স্বর্ণসহ দুই অজ্ঞান পার্টির সদস্যকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
আজ সিরাজগঞ্জের সলঙ্গা র্যাব-১২ হেডকোর্টারে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন- ঢাকা জেলার আশুলিয়া থানার শ্রীকান্ডিয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও গাজীপুর জেলার কালীগঞ্জ থানার মুলগাও গ্রামের শ্রী ধামচন্দ্র বর্মনের ছেলে দীপকচন্দ্র বর্মন (৪৪)।
র্যাব-১২ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, গত ২০২১ সালের ২ অক্টোবর বিকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর এলাকা থেকে বিদেশ ফেরত বাসযাত্রী ইব্রাহিম হোসেনকে অজ্ঞান করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় অজ্ঞান পার্টির সদস্যরা।
এ বিষয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে শনিবার (২২ জানুয়ারি) রাতে ঢাকার আশুলিয়া থেকে অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটক করা হয়। আটককৃতদের নিকট থেকে ১৮ ভরি স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।,