গাজায় গণহত্যায় নীরবতা অপরাধের সমান : এরদোয়ান

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : গাজায় ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যা নিয়ে নীরব থাকা মানেই মানবতার বিরুদ্ধে অপরাধের সহযোগী। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইস্তাম্বুলে আয়োজিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন।

 

এরদোয়ান বলেন, যারা গাজায় গণহত্যার বিষয়ে চুপ থাকছে, তারা এই মানবতাবিরোধী অপরাধে অংশ নিচ্ছে।

তিনি বলেন, গাজার জনগণের ওপর ইসরায়েলের গণহত্যা নাৎসিদের বর্বরতাকেও ছাড়িয়ে গেছে। তুরস্ক এই গণহত্যাকে মানবতার সামনে তুলে ধরতেই থাকবে।

 

তিনি আরও বলেন, আমাদের প্রধান লক্ষ্য যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি নিশ্চিত করা। পাশাপাশি গাজায় মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা।

 

গাজার শিশুদের দুর্দশার কথা উল্লেখ করে এরদোয়ান বলেন, খিদের কারণে গাজায় চর্মসার হয়ে পড়া শিশুদের কষ্ট আমাদেরই কষ্ট।  প্রতিদিন খাবার ও পানি না পেয়ে যেখানে নিরীহ মানুষ মারা যাচ্ছে, সেখানে সামান্য মানবিক বোধ যাদের আছে, তারা এই নিষ্ঠুরতা মেনে নিতে পারে না।

 

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন সবাই মানবতার পক্ষ নিয়ে একজোট হয়।

 

তুরস্কের প্রতিরক্ষা শিল্প নিয়ে এরদোয়ান বলেন, আমরা নিষেধাজ্ঞা, বৈষম্য ও কূটনৈতিক চাপ অতিক্রম করে আজ বৈশ্বিক প্রতিরক্ষা শিল্পে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছি। তিনি জানান, বর্তমানে তুরস্কের প্রতিরক্ষা শিল্পে ৮০ শতাংশের বেশি পণ্য স্থানীয়ভাবে তৈরি হচ্ছে।

 

ছয় দিনব্যাপী এই মেলায় সাঁজোয়া যান, অস্ত্র, রকেট, ড্রোন (চালকবিহীন আকাশযান), সমরাস্ত্র, ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা, মাইন অপসারণ যন্ত্রসহ সামরিক নানা প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। ইস্তাম্বুল ফেয়ার সেন্টার, আতাতুর্ক বিমানবন্দর, ওয়াও হোটেল ও আতাকয় মেরিনায় একযোগে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

 

২০২৩ সালের জুলাই মাসে মেলার আগের আয়োজনটিও ইস্তাম্বুলেই হয়েছিল। এবারও বিপুল দর্শনার্থীর সমাগম এবং নানা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বিএনপি নেতাদের সতর্ক থাকার আহ্বান রিজভীর

» বাংলাদেশ ভ্রমণে কানাডার সতর্কতা জারি

» জনগণের ৭০ ভাগ পিআরের পক্ষে সমর্থন জানিয়েছে: মতিউর রহমান আকন্দ

» বদরুদ্দীন উমর ছিলেন বহু রাজনীতিবীদের শিক্ষক: মির্জা ফখরুল

» বিএনপি সেই গণতন্ত্রের কথা বলে, যে গণতন্ত্রে মানুষ ভোটের অধিকার নিশ্চিত করে  : ড. মঈন খান

» সুন্দরবনের উপকূলের বাগেরহাটে শাপলা বিক্রি করেই চলছে দিনমজুর হানিফের সংসার, সরকারী সহায়তা বঞ্চিত!

» লালমনিরহাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুত ৪ শত ৬৮ টি পূজা মন্ডব

» আগৈলঝাড়ার সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ ললিতা সরকার শিক্ষা ও নৃত্যকলায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ অ্যাওয়ার্ডে ভূষিত

» ঢাকা থেকে জামালপুরের আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

» গানের শিক্ষক নিয়োগ বাতিল না করলে সরকারকে বাধ্য করার হুমকি ওলামা পরিষদের

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গাজায় গণহত্যায় নীরবতা অপরাধের সমান : এরদোয়ান

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : গাজায় ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যা নিয়ে নীরব থাকা মানেই মানবতার বিরুদ্ধে অপরাধের সহযোগী। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইস্তাম্বুলে আয়োজিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন।

 

এরদোয়ান বলেন, যারা গাজায় গণহত্যার বিষয়ে চুপ থাকছে, তারা এই মানবতাবিরোধী অপরাধে অংশ নিচ্ছে।

তিনি বলেন, গাজার জনগণের ওপর ইসরায়েলের গণহত্যা নাৎসিদের বর্বরতাকেও ছাড়িয়ে গেছে। তুরস্ক এই গণহত্যাকে মানবতার সামনে তুলে ধরতেই থাকবে।

 

তিনি আরও বলেন, আমাদের প্রধান লক্ষ্য যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি নিশ্চিত করা। পাশাপাশি গাজায় মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা।

 

গাজার শিশুদের দুর্দশার কথা উল্লেখ করে এরদোয়ান বলেন, খিদের কারণে গাজায় চর্মসার হয়ে পড়া শিশুদের কষ্ট আমাদেরই কষ্ট।  প্রতিদিন খাবার ও পানি না পেয়ে যেখানে নিরীহ মানুষ মারা যাচ্ছে, সেখানে সামান্য মানবিক বোধ যাদের আছে, তারা এই নিষ্ঠুরতা মেনে নিতে পারে না।

 

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন সবাই মানবতার পক্ষ নিয়ে একজোট হয়।

 

তুরস্কের প্রতিরক্ষা শিল্প নিয়ে এরদোয়ান বলেন, আমরা নিষেধাজ্ঞা, বৈষম্য ও কূটনৈতিক চাপ অতিক্রম করে আজ বৈশ্বিক প্রতিরক্ষা শিল্পে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছি। তিনি জানান, বর্তমানে তুরস্কের প্রতিরক্ষা শিল্পে ৮০ শতাংশের বেশি পণ্য স্থানীয়ভাবে তৈরি হচ্ছে।

 

ছয় দিনব্যাপী এই মেলায় সাঁজোয়া যান, অস্ত্র, রকেট, ড্রোন (চালকবিহীন আকাশযান), সমরাস্ত্র, ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা, মাইন অপসারণ যন্ত্রসহ সামরিক নানা প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। ইস্তাম্বুল ফেয়ার সেন্টার, আতাতুর্ক বিমানবন্দর, ওয়াও হোটেল ও আতাকয় মেরিনায় একযোগে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

 

২০২৩ সালের জুলাই মাসে মেলার আগের আয়োজনটিও ইস্তাম্বুলেই হয়েছিল। এবারও বিপুল দর্শনার্থীর সমাগম এবং নানা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com