সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় যে আহতদের এখন চিকিৎসা চলছে, তাদের সাহায্য করার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত কিছু সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছে।
ওই সূত্রগুলো জানিয়েছে, দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক ও দু’জন নার্স – যাদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে তারা আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় পৌঁছাবেন। তারা সঙ্গে করে প্রয়োজনীয় কিছু চিকিৎসা সরঞ্জামও নিয়ে আসবেন। প্রয়োজনে আরো বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে দিল্লি। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতেই এই পদক্ষেপ চূড়ান্ত হয়েছে।
গত সোমবার ওই দুর্ঘটনার কিছুক্ষণ পরেই ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে ফোন করেন এবং যে কোনও দরকারে ভারত সাহায্য করতে প্রস্তুত, সে কথাও জানান।
সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক্স হ্যান্ডলে পোস্ট করে ওই বিমান দুর্ঘটনার ঘটনায় তার শোক প্রকাশ করেন। তিনি আরো জানান, এই সংকটে ‘ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতেও প্রস্তুত’।
নরেন্দ্র মোদির শোকবার্তার পর ঢাকায় ভারতীয় হাইকমিশন বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়। চিঠিতে শোক জানিয়ে দুর্ঘটনায় আহতদের জন্য সব রকম সাপোর্ট ও সহযোগিতার প্রস্তাব দেয়া হয়েছে। বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে লেখা ওই চিঠিতে ভারতীয় হাইকমিশন আহতদের জন্য যেকোনো গুরুত্বপূর্ণ মেডিকেল সাপোর্ট বিষয়ে তথ্য শেয়ার করার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকারের প্রতি। বলা হয়েছে, এই বিয়োগান্তক দুর্ঘটনায় এমন আহতদের জন্য ভারতে ব্যবস্থা নেয়ার প্রয়োজন হতে পারে। সবশেষে বলা হয়, প্রয়োজনীয় সব রকম সুবিধা দেবে ভারতীয় হাই কমিশন।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দিল্লিতে জানানো হয়েছিল, বেশির ভাগ ভিক্টিমেরই শরীর পুড়ে গেছে – তাই এই দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ দল, ইকুইপমেন্ট ও অত্যাধুনিক ওষুধপত্র পেলেই সবচেয়ে সুবিধে হবে।
সমবেদনা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে চীনা পররাষ্ট্রমন্ত্রীর চিঠি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সমবেদনা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে চিঠি দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চিঠিতে বলেন, ঢাকায় বাংলাদেশের একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে আমি মর্মাহত। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। আমি নিহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, শোকসন্তপ্ত পরিবার, আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
বিমান বিধ্বস্তে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ বিভিন্ন দেশের শোক ও সমবেদনা
রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, মিশর, ফিলিস্তিনসহ বিভিন্ন দেশ শোক ও সমবেদনা জানিয়েছে।
মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের এক বার্তায় এ শোক জানায়। বার্তায় উল্লেখ করা হয়েছে, উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা।
যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথেরিন ওয়েস্ট এক শোকবার্তায় বলেন, ঢাকায় একটি স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হওয়ার খবরে আমি গভীরভাবে শোকাহত, যার ফলে অনেক শিশু আহত হয়েছে। আমার সমবেদনা সকলের প্রতি, বিশেষ করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য এবং আহতদের জন্য।
বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ফ্রান্স। ঢাকার ফ্রান্স দূতাবাস এক শোকবার্তায় বলেছে, ২১ জুলাই ঢাকায় একটি স্কুল ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের এবং তাদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে ফ্রান্স বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে।
এছাড়াও বিমান দুর্ঘটনার ঘটনায় জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, মিশর, ফিলিস্তিন সুইজারল্যান্ড, কানাডা ও জাপানসহ বিভিন্ন দেশ শোক ও সমবেদনা জানিয়েছে।
সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৭০ জন।