সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : প্রবাসীদের মধ্যে দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে আর ফলের গুণাগুণ জানাতে প্রবাসের মাটিতে দুবাই বিজনেস অ্যাসোসিয়েশন আয়োজনে হয়ে গেলো দিনব্যাপী ফল উৎসব। আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে ৮০টি পরিবারসহ প্রায় ৭ শতাধিক বাংলাদেশি এ উৎসবে অংশ নেন।
দুবাইয়ে রবিবার (২০ জুলাই) শাবাব আল আহলি ইনডোর ফুটবল মাঠে ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার।
সাংবাদিক কামরুল হাসান জনি ও তন্বী সাবরিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জনতা ব্যাংক ইউএইর সিইও মোহাম্মদ কামরুজ্জামান, কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিন, আবিরের সভাপতি জুলফিকার ওসমান, কমিউনিটি নেতা শরাফাত উল্লাহ, এনাম চৌধুরী, আজিম উদ্দিন, সিরাজ নওয়াব, শারজাহ বাংলাদেশ সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন,আজমান বাংলাদেশ সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, মুছা আল মামুন,
উম্মে আল কোয়াইন সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মুজিবুর রহমান, আক্তার হোসেন সিআইপি, মোহাম্মদ বদরুল সিআইপি, সংগঠক আবুল কালাম, বাংলাদেশ লেডিস ক্লাব ইউএইর প্রতিষ্ঠাতা এডমিন লিজা হোসেন ও সভাপতি লাবণ্য আদিল প্রমুখ।
আয়োজন কমিটির সাধারণ সম্পাদক ইয়াকুব সৈনিক বলেন, আরব আমিরাতে প্রতি বছর এ ধরনের উৎসবের আয়োজন করে থাকি। এ ফল দেশ থেকে নিয়ে আসা বা এখান থেকে সংগ্রহ করা বিভিন্ন ধরনের ফল উপভোগ করতে প্রদর্শন করি । এই উৎসবে দেশীয় ফলের পরিচিতি, পুষ্টিগুণ এবং ঐতিহ্য নিয়ে আলোচনার মাধ্যমে প্রবাসী ও নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে এ উদ্যোগ বলে জানান তিনি। সূএ: বাংলাদেশ প্রতিদিন