ফাইল ছবি
অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আমরা বাংলাদেশ ২.০ গড়তে চেয়েছি। আওয়ামী লীগ ২.০ নয়। কিন্তু বর্তমানে কারো কারো কথা-কাজে সেই আলামত দেখা যাচ্ছে। তাদের এসব কর্মকান্ড বাদ না দিলে আওয়ামী লীগের রাজনীতির পুনর্বাসনের আশঙ্কা করেছেন তিনি।
আজ সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।
ফেসবুকে তিনি লেখেন, আমরা বাংলাদেশ ২.০ গড়তে চেয়েছি। আওয়ামী লীগ ২.০ নয়। কিন্তু দূর্ভাগ্যজনক, বর্তমানে কারো কারো কথায় কাজে সেই আলামত দেখা যাচ্ছে। গৌরবের একচ্ছত্র মালিকানা দাবি, ভিন্নমতকে ট্যাগ দেয়া, চাদাঁবাজি, অহমিকা, অসৌজন্য, রাজনৈতিক প্রতিদ্বন্ধীকে তুচ্ছ তাচ্ছিল্য করা আওয়ামী লীগের রাজনীতি।
তিনি আরও লেখেন, বাংলাদেশ ২.০ গড়তে হলে এসব বাদ দিতে হবে। শুধু কথায় নয়, কাজেকর্মে এর প্রমাণ দিতে হবে। না হলে, স্বীকার করি আর না করি, আওয়ামী রাজনীতির একধরনের পুনর্বাসন হবে দেশে।