শাহনাজ পারভীন মিতা :
নারী তুমি এক জীবনযুদ্ধ
জীবন সংগ্রামে অপার দ্বন্দ্ব,
পদে পদে লড়াই ,সংঘাতে,
কঠিন থেকে কঠিন আঘাতে।
সেই কিশোর বয়স অজানা
এক শিহরণ দ্বন্ধ নিজের সাথে নিজের ,
মেয়ে থেকে একজন নারী হয়ে ওঠা ,
শরীর জুড়ে অবিরাম ভাংচুর
অজানা ভয়ে গভীর স্রোতধারায় ,
রক্তক্ষরণের অবিমিশ্র বিবর্ণ ধারাপাতে ।
তারপর শুধুই তুমি
গহন গোপন অভিসারে
রৌদ্র দুপুরে বাঁধ ভাঙ্গা স্রোতে
দেহ মনের অবাধ সঙ্গমে।
প্রেমের সাগরে ভেসে চলা
দোলায় দোলায় দূর বহুদূর ।
তখন তুমি পরিপূর্ণ এক নারী
যখন তুমি মা জননী,
সে এক অবিমিশ্রিত সুখ
লড়াই সংগ্রামে রাতজাগা ভোর।
তারপর চুড়ান্ত সময়
বন্ধ চোখ গভীর অনুভব,
মনে হবে ,তুমি উঠছো স্বর্ণশিখরে!
চোখমেলে যখন চাইবে
দেখবে সেই নিঃসীম পৃথিবীতে,
সাজেক ভ্যালির চূড়ায় তুমি একা
শুধুই শুন্যতা চারিধার ।
অসীম সৌন্দর্য মুগ্ধ আবেশে
প্রবল নিসসঙ্গতায় মধ্যে প্রহরে।
মন মেঘের সংগীতে
অপার শুন্যতায় ভেসে চলা
অসীম থেকে অসীমের পানে
মেয়ে ,নারী ও জননীর রুপে ।
Facebook Comments Box