সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে কক্সবাজারের ‘নব্য গডফাদার’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ শনিবার দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে পথসভায় তিনি তাঁকে নিয়ে বক্তব্য দেন।
নাসীরুদ্দীন বলেন, ‘আওয়ামী লীগের আমলে নারায়নগঞ্জের বিখ্যাত গডফাদার ছিল শামীম ওসমান। এখন শুনছি, কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গাজমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে। আবার সে নাকি সংস্কার বুঝে না। নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী, যে পিআর বুঝে না, তাদের রাজপথে ঠেকিয়ে দেবেন ইনশাআল্লাহ।’
তাঁর এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জের ধরে আজ শনিবার বিকেলে চকরিয়া পৌর শহরে এনসিপির জুলাই পদযাত্রার অস্থায়ী মঞ্চ ভাঙচুর করেন বিএনপির একদল নেতা-কর্মী। হাজার হাজার বিক্ষুব্ধ নেতা-কর্মী পৌর শহরের সড়কে অবস্থান নেন। বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরের জনতা মার্কেট চত্বরে বিক্ষোভ করেন। তাঁরা পাটোয়ারী ও এনসিপির বিরুদ্ধে নানা স্লোগান দেন।
কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসূপ বদরী তাঁর ফেসবুকে লেখেন, ‘জাতীয় নেতা সালাউদ্দিন ভাইয়ের বিরুদ্ধে পাটোয়ারীর অশালীন কটূক্তির তীব্র নিন্দা জানাচ্ছি।’ পরক্ষণে তিনি আরও একটি স্ট্যাটাসে জেলাবাসীকে শান্ত থাকার ও ধৈর্য্য ধরার অনুরোধ করেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সাবেক সংদস্য লুৎফুর রহমান কাজল বলেন, ‘এনসিপি নেতা সালাহউদ্দিন আহমদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে কক্সবাজারবাসীকে আশাহত করেছে। তিনি রাজনৈতিক শিষ্টাচারবর্হিভূত বক্তব্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করছে কিনা খতিয়ে দেখা দরকার।
কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমদ ফেসবুকে লেখেন, ‘কক্সবাজার সালাহউদ্দিন আহমেদের গোপালগঞ্জ— এটা অনুধাবন করা উচিত ছিল।’