আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি:-শুভ জন্মদিন মানুষ হবার শিক্ষার শিক্ষক, পীস স্কুলের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান নূরুজ্জামান ফিরোজ ভাই।
এমন একজন জ্ঞানী-গুণী বহুমাত্রিক প্রতিভার অধিকারী যিনি একাধারে কবি, লেখক, ছড়াকার, গীতিকার, সাংবাদিক, গ্রাফিক ডিজাইনার, শিক্ষাগবেষক, শিক্ষক, প্রশিক্ষক, সংগঠক, চিত্রশিল্পী ইত্যাদি।
আজ ১৮ জুলাই২০২৫খ্রিঃ ৫৬তম জন্মদিন
মহান আল্লাহ যেন প্রিয় ভাই কে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন মাবুদ।
১৯৬৯ সালের ১৮ জুলাই খুলনা শহরের খালিশপুরে জন্ম গ্রহণ করেন। বর্তমানে ঢাকার উত্তরা ৬নং সেক্টরে বসবাস করছেন। বাংলাদেশের বিখ্যাত বিজ্ঞাপনী সংস্থা “এ্যাডোরা লিঃ ” ও আমেরিকান প্রি – প্রেসকোম্পানি “কালার সেন্টার বাংলাদেশ ইনক্” এ গ্রাফিক ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও বিখ্যাত গ্রুপ অব কোম্পানি ” ইনভাইট গ্রুপ লিঃ” এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন।
”ঢাকা ডিজিটাল স্কুল” প্রতিষ্ঠার মাধ্যমে কোমলমতি শিশুদেরকে ডিজিটাল বই দিয়ে পড়ালেখার এক নতুনধারা উদ্ভাবন করেন তিনি। সামাজিক দায়বদ্ধতা থেকে ২০০২ সালে ঢাকার উত্তরায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠা করেন “ইউরেকা স্কুল ”। যা পথশিশুদের জন্য প্রতিষ্ঠিত সবচেয়ে পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান। এই স্কুলে শিক্ষা নিয়ে অনেক শিশু ইতোমধ্যেই কলেজের গন্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পা রেখেছে এবং অনেকেই কর্মরত আছে সম্মানজনক পেশায়। এ ছাড়াও দেশের সর্বস্তরের শিশু-কিশোরদের জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন, জাতীয় শিশু-কিশোর সংগঠন “ফুলপাখিদের মেলা (রেজিঃ নং ঢ-০৭২৩৭)”।
তিনি শিক্ষক প্রশিক্ষক হিসেবে সারাদেশে সুনাম অর্জন করেছেন, এ পর্যন্ত সারাদেশের বিভিন্ন স্কুল-মাদ্রাসার প্রায় সাড়ে চার হাজার শিক্ষকগণকে প্রশিক্ষণ প্রদান করেছেন।
সাংবাদিকতা পেশায় তিনি দৈনিক আলোকিত প্রতিদিন, জনবার্তা ও দৈনিক প্রথমবেলা’র নির্বাহী সম্পাদক এবং ছড়াপত্র – ঝাল, মাসিক ফুলপাখি, পাক্ষিক সমতল, সাপ্তাহিক মধুখালী কণ্ঠ ‘র সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তাঁর লেখা গ্রন্থের মধ্যে “প্রশ্নবোধক ছড়া, চানাচুর, বোমবাস্টিং, হটকেক, বরাকবাঁশ, লাল ঝাল, মনকাব্য, জীবন গান, রোজ ডোজ ও ২০০ ফিমেরিক” অন্যতম ।
তিন দশকের বেশি সময় ধরে নিরীক্ষাধর্মী ছড়াচর্চা করে তিনি সুখ্যাতি অর্জন করেছেন । ছড়াকে সবিস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য দুই যুগ আগে প্রতিষ্ঠা করেছেন ছড়া চর্চাকেন্দ্র “ঝাল”। এই প্রতিষ্ঠানের ব্যানারে করোনাকালে বন্দি ছড়াকারগণকে একত্রি করণ।
তার জন্মদিনে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন সহকর্মী, ছাত্রছাত্রী ও শুভাকাঙ্ক্ষীরা।