আবু মুসা মোহন :-রায়পুর উপজেলার তিন নং চরমোহনা ৬ নং ওয়ার্ডের এলাকায় ৫০ বছরের পুরনো একটি রাস্তা হঠাৎ বন্ধ করে দেওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভজু মিয়ার উদ্যোগে রাস্তা বন্ধের ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসী সাবেক মেম্বার বাবুল হোসেন বলেন বহু বছর ধরে এই রাস্তা দিয়ে শত শত মানুষ যাতায়াত করে আসছিল। হঠাৎ করে রাস্তা বন্ধ করে দেওয়ায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। দ্রুত রাস্তাটি খুলে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
এই ব্যাপারে ভজু মিয়া রাস্তা বন্ধ করার সত্যতা শিকার করে বলেন আমার জমি আমি বন্ধ করেছি।