ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ধানমন্ডি থানাধীন মিরপুর রোড এলাকায় নুরুল হক (৬০) নামে এক চালককে মাথায় আঘাত করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাতে ধানমন্ডির মোহাম্মদপুর রোড এলাকায়। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দুষ্কৃতিকারীরা নুরুল হককে মাথায় আঘাত করে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়া হয়।
পরে আহত অবস্থায় নুরুল হককে উদ্ধার করেন তার পূর্ব পরিচিত আসিফ শেখ। ভোর সাড়ে ৫টার দিকে তিনি তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। আহত নুরুল হক ঢাকার হাজারীবাগ এলাকায় বসবাস করেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়। তার পিতার নাম আব্দুল হাকিম।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত চালক মাথায় আঘাত পেয়েছেন এবং জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।