এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মোঃ বাবলু শেখ (৫২) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোর ৬টা ১৫ মিনিটের দিকে উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগড়ি গ্রামে তার নিজ বাড়িতে এই অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে চিতলমারী সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট মোহাইমিনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল এবং চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. শাহাদাৎ হোসেন, বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সঞ্জয় মণ্ডল, এসআই লিটনসহ পুলিশের একটি টিম একযোগে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বাবলু শেখের বাড়িতে মাদক সংক্রান্ত একটি গোপন বৈঠক চলছিল বলে জানা যায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হলেও বাবলু শেখ নিজ বাড়ির উঠান থেকে হাতেনাতে ধরা পড়ে।
অভিযান চলাকালে বাবলুর বসতবাড়ি থেকে ৫,৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪টি মোবাইল ফোন, ৪টি ব্যবহৃত সিমকার্ড, নগদ ১১,৪০০ টাকা এবং একটি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাবলু শেখ দীর্ঘদিন ধরে চিতলমারীসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ করতেন এবং একটি সংঘবদ্ধ মাদকচক্রের নেতৃত্বে ছিলেন। তার বাড়িতে প্রায়শই মাদক সংশ্লিষ্ট বৈঠক, পরিকল্পনা ও লেনদেনের কর্মকাণ্ড চলত।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ১৬ লাখ ১৪ হাজার টাকা। আটক বাবলুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অস্ত্র আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। চিতলমারী থানায় এই বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, বাবলু শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ভয়াবহ প্রভাব বিস্তার করে আসছিলেন। তার কারণে স্থানীয় যুবসমাজ মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছিল। ফলে তার গ্রেফতারকে ঘিরে জনমনে স্বস্তির পাশাপাশি আশাবাদও তৈরি হয়েছে। অনেকে সেনাবাহিনী ও পুলিশের এই কার্যকরী অভিযানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।