সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আগস্ট থেকে দেশের ৫৫ লাখ দরিদ্র ও নিম্ন-আয়ের পরিবারকে প্রতি কেজি ১৫ টাকায় ৩০ কেজি চাল দেওয়া হবে। এই কর্মসূচি ছয় মাস ধরে চলবে।
মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আগস্ট থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি আবার চালু হচ্ছে। এতে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। সরকারি পরিকল্পনা অনুযায়ী, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এই চার মাস চাল বিতরণ করা হবে। ডিসেম্বর ও জানুয়ারিতে কর্মসূচি বন্ধ থাকবে। পরে ফেব্রুয়ারি ও মার্চে আবার চাল দেওয়া হবে।
খাদ্য নিরাপত্তা ও বন্যার প্রভাব মোকাবিলায় সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে। এ জন্য সরকারি খাতে ৪ লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে। বেসরকারি খাতে আরও ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।