সংগৃহীত ছবি
বিনোদন ডেস্ক : সংসারে বউ-শাশুড়ির যুদ্ধ যেন স্বাভাবিক। বরং না থাকলে-ই যেন তা লবণহীন তরকারী মনে হয়। খুপড়ি থেকে রাজপ্রাসাদ সর্বত্র এই কলহ বিরাজমান। শোনা গিয়েছিল, জয়া বচ্চনের সঙ্গে বিবাদ-ই নাকি সংসারে সুখ দিল না ঐশ্বরিয়াকে। কিন্তু এবার রগচটা জয়ার মুখে রাই সুন্দরীর প্রশংসা যেন অন্য বার্তা দিল।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তারকাদের হাঁড়ি ও ঘরের খবর বের করায় জুড়ি নেই বলিউড প্রযোজক, পরিচালক করণ জোহরের। তার কাছেই বচ্চন পরিবারের বউ-শাশুড়ির রসায়ন জানিয়ে দিলেন জয়া।
করণকে দেওয়া এক সাক্ষাৎকারে পুত্রবধূকে নিয়ে জয়া বলেন, “ও (ঐশ্বরিয়া) খুব ভালো। আমি ওকে ভালোবাসি। আমি ওকে সবসময় ভালোবাসি।”
করণ জানতে চেয়েছিলেন, বচ্চন পরিবারের পুত্রবধূ হিসেবে ঐশ্বরিয়াকে নির্বাচন সঠিক সিদ্ধান্ত? উত্তরে জয়া বলেন, “আমি মনে করি অসাধারণ সিদ্ধান্ত। ও নিজেও একজন সফল তারকা। সবাই আমরা যখন একসঙ্গে থাকি তখন ও নিজেকে জাহির করার চেষ্টা করে না। আমি ওর গুণের প্রশংসা করি। পরিবারের সকলের পাশে থাকে। ও জানে কে পারিবারিক বন্ধু আর কে নয়।” এ সময় অভিষেকের সঙ্গেও ঐশ্বরিয়াকে মানানসই বলে মনে করেন মিসেস বচ্চন।
এদিকে অনেকদিন ধরে বিচ্ছেদের গুঞ্জন চলছে ঐশ্বরিয়া-অভিষেকের। চাউর হয়েছিল শাশুড়ির কারণেই নাকি স্বামীর ঘর ছাড়তে চাইছেন অ্যাশ। তবে করণের আসরে জয়ার বচনে নেটিজেনদের ধারণা, এবার বুঝি মিটেই গেল বউ-শাশুড়ির যুদ্ধ।