সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট জেমিনিতে যুক্ত হয়েছে নতুন ও অত্যাধুনিক একটি ফিচার—ভিও থ্রি (Veo 3)। এর মাধ্যমে এখন ব্যবহারকারীরা শুধুমাত্র একটি ছবি আপলোড করেই তৈরি করতে পারবেন ভিডিও। সেই ভিডিওতে যুক্ত করা যাবে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, পরিবেশের শব্দ এবং সংলাপও।
জেমিনির ওয়েব সংস্করণে চালু হওয়া এই ফিচারটি এখনই সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত নয়। এটি আপাতত গুগল এআই আলট্রা ও প্রো গ্রাহকদের জন্য নির্দিষ্ট কিছু অঞ্চলে সীমিতভাবে চালু করা হয়েছে। গুগল জানিয়েছে, ধীরে ধীরে মোবাইল সংস্করণেও ফিচারটি চালু করা হবে।
নতুন এই ফিচারে প্রম্পট বারের ‘ভিডিও’ অপশন থেকে ছবি আপলোড করে ব্যবহারকারী নির্দেশ দিতে পারবেন—ছবিতে কীভাবে নড়াচড়া হবে, কোন শব্দ থাকবে, এমনকি ব্যাকগ্রাউন্ডে সংলাপ বা প্রাকৃতিক শব্দও যুক্ত করা যাবে। তৈরি হওয়া ভিডিওগুলো ১৬:৯ অনুপাতে, ৭২০পি রেজল্যুশনে এবং এমপিফোর (MP4) ফরম্যাটে ডাউনলোডের সুযোগ থাকবে।
গুগল আরও জানিয়েছে, প্রতিটি ভিডিওতে একটি দৃশ্যমান এবং একটি অদৃশ্য ‘সিন্থআইডি’ ওয়াটারমার্ক থাকবে, যা জানিয়ে দেবে এটি একটি এআই-নির্মিত কনটেন্ট।
এই ফিচার দিয়ে ব্যবহারকারীরা নিজের আঁকা ছবিতে প্রাণ আনতে, প্রকৃতির দৃশ্যে গতিশীলতা তৈরি করতে কিংবা সাধারণ বস্তুতেও অ্যানিমেশন যোগ করতে পারবেন, যা ভিডিও তৈরির অভিজ্ঞতাকে আরও সহজ ও সৃজনশীল করে তুলবে বলে মনে করছে গুগল।