ফাইল ছবি
অনলাইন ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে দুই ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার বিকেলে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দুই ছিনতাইকারী হলো-স্বাধীন ও মুন্না। এসময় তাদের কাছ থেকে ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীন ও মুন্না ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাদের আটক করে। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে। এরা টঙ্গীর এরশাদ নগর চার নং ব্লকের বাসিন্দা।
অপরদিকে টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযান চালিয়ে রিফাত ও জাহিদ হাসান নামে দুই ছিনতাইকারী আটক করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।