সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ায় যুক্তরাজ্যে কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার এই গ্রেফতারের ঘটনা ঘটে।
গত সপ্তাহে যুক্তরাজ্য সরকার ‘সন্ত্রাসবিরোধী’ আইনের অধীনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে নিষিদ্ধ করে। এর প্রতিবাদে গত সপ্তাহে পার্লামেন্ট স্কোয়ারে মহাত্মা গান্ধীর মূর্তির কাছে বিক্ষোভ হয়। সেখানে জড়ো হওয়া ২৯ জনকে মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করে। এদের মধ্যে ৮৩ বছর বয়সী সাবেক ধর্মযাজক রেভ সু পারফিটও আছেন।
প্রচারণা গোষ্ঠী ডিফেন্ড আওয়ার জুরিস শনিবার যুক্তরাজ্যের বেশ কয়েকটি শহরে ‘নিষেধাজ্ঞা অমান্য করার জন্য’ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। শনিবার স্থানীয় সময় দুপুর ১টার কিছু পরে বিক্ষোভকারীদের দুটি ছোট দল পার্লামেন্ট স্কোয়ারে বিক্ষোভ করে। সেখান থেকে লন্ডন পুলিশ ‘৪০ জনেরও বেশি’ ব্যক্তিকে গ্রেফতার করে।
ডিফেন্ড আওয়ার জুরিসের এক মুখপাত্র বলেছেন, “মেট্রোপলিটন পুলিশ শনিবার আবারও গণহত্যার বিরুদ্ধে এবং ফিলিস্তিনকে সমর্থন করার জন্য পার্লামেন্ট স্কোয়ারে জড়ো হওয়া ৪০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে।” সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান, আল-জাজিরা