সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে ইসরায়েলি বাহিনী।

 

শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এলাকার কুনেইত্রা প্রদেশের গোলান মালভূমির সীমান্তবর্তী আল-রাফিদ শহরের কাছে এই ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম আল-ইখবারিয়া সিরিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, “ইসরায়েলি দখলদার বাহিনী সীমান্ত বেড়ার কাছে আল-রাফিদের পশ্চিমে একাধিক জায়গায় আগুন লাগিয়ে দেয়। এতে বহু ডুনাম (১ ডুনাম = ১,০০০ বর্গমিটার) জমি পুড়ে যায়।”

 

নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে আল-ইখবারিয়া জানায়, জাতিসংঘের বাহিনী প্রাথমিক সরঞ্জাম ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করছে। কিন্তু পর্যাপ্ত সরঞ্জামের অভাবে বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তবে বিস্তারিত কোনও তথ্য দেয়নি সংবাদমাধ্যমটি।

 

ইসরায়েলি সেনাবাহিনী স্থানীয় সময় বিকাল ৩টা ১৫ মিনিট (জিএমটি) পর্যন্ত এই ঘটনার কোনও ব্যাখ্যা দেয়নি।

 

এর আগে একই দিন, কুনেইত্রার ডেপুটি গভর্নর মুহাম্মদ আল-সাঈদ সংবাদমাধ্যমকে জানান, ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর থেকে ইসরায়েল ওই অঞ্চলে আটটির বেশি সামরিক ঘাঁটি স্থাপন করেছে। এসব ঘাঁটি কুনেইত্রার উত্তরে — বিশেষত ইয়ারমুক অববাহিকার ভেতরে গড়ে তোলা হয়েছে, যা সরাসরি ১৯৭৪ সালের ডিসেংগেজমেন্ট চুক্তির লঙ্ঘন বলে তিনি মন্তব্য করেন।

 

তিনি আরও বলেন, “এই ঘাঁটিগুলোর কারণে প্রায় ৬,০০০ হেক্টর (১৪,৮০০ একর) কৃষি জমি ও পশু চারণভূমি এখন কার্যত বন্ধ হয়ে গেছে। এতে বহু পরিবার তাদের গবাদিপশুর খাবার এবং জীবিকা হারাচ্ছে।”

 

প্রসঙ্গত, ইসরায়েল ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমির অধিকাংশ অঞ্চল দখল করে নেয় এবং পরে তা একতরফাভাবে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করে। তবে এখনও পর্যন্ত এই পদক্ষেপকে আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি।

 

মূলত ২০২৪ সালের ডিসেম্বরে স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার ভেতরে ইসরায়েলি হামলা ব্যাপকভাবে বেড়ে গেছে। আসাদের পতনের পর ২০২৫ সালের জানুয়ারিতে আহমাদ আল-শারার নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠিত হয়। ওই সময় আনুষ্ঠানিকভাবে বাথ পার্টির পাঁচ দশকের শাসনের অবসান ঘটে এবং রাশিয়ায় পালিয়ে যায় আসাদ পরিবার।

 

ইসরায়েল শুধু হামলাতেই সীমাবদ্ধ থাকেনি, বরং তারা ১৯৭৪ সালের যুদ্ধবিরতির পর গঠিত ‘বাফার জোন’ বা নিরপেক্ষ অঞ্চলকে কার্যত ‘অকার্যকর’ ঘোষণা করে সেখানে নিজেদের সেনা মোতায়েন এবং নির্মাণ কাজ শুরু করেছে। সূত্র: আল-মায়াদিনটাইমস অব ইসরায়েল

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জয়পুরহাটে ইমামদের সঙ্গে মতবিনিময় সভা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন ইমামগণ

» মোটরবাইক পেলো স্যামসাং-এর ‘দ্য গ্র্যান্ড ইনভাইট’ ক্যাম্পেইনের বিজয়ীরা

» হুয়াওয়ে ‘সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ’-এর বিজয়ীদের নাম ঘোষণা

» বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে  হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ‘হারিকেন’: ঐতিহ্যের আলো আজ স্মৃতির পাতায়    

» চিতলমারীতে বিএনপি’র সম্মেলন: “৩১ দফার চেয়ে বড় সংস্কার নেই” — অনিন্দ ইসলাম অমিত

» জামালপুরে ৮টি প্রতিষ্ঠানে এসএসসি ফলাফল শুন্য

» পিআর-ই হলো ‘মাদার অব অল রিফর্ম’: চরমোনাই পীর

» পাড়া মহল্লায় চাঁদাবাজদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন: সাদিক কায়েম

» তারা ভেবেছিল, কয়েকটি আসনের লোভ দেখিয়ে আমাদের কিনে নেবে: নাহিদ

» বিএনপি নেতাকর্মীদের সতর্ক হতে বললেন ড. মঈন

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে ইসরায়েলি বাহিনী।

 

শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এলাকার কুনেইত্রা প্রদেশের গোলান মালভূমির সীমান্তবর্তী আল-রাফিদ শহরের কাছে এই ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম আল-ইখবারিয়া সিরিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, “ইসরায়েলি দখলদার বাহিনী সীমান্ত বেড়ার কাছে আল-রাফিদের পশ্চিমে একাধিক জায়গায় আগুন লাগিয়ে দেয়। এতে বহু ডুনাম (১ ডুনাম = ১,০০০ বর্গমিটার) জমি পুড়ে যায়।”

 

নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে আল-ইখবারিয়া জানায়, জাতিসংঘের বাহিনী প্রাথমিক সরঞ্জাম ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করছে। কিন্তু পর্যাপ্ত সরঞ্জামের অভাবে বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তবে বিস্তারিত কোনও তথ্য দেয়নি সংবাদমাধ্যমটি।

 

ইসরায়েলি সেনাবাহিনী স্থানীয় সময় বিকাল ৩টা ১৫ মিনিট (জিএমটি) পর্যন্ত এই ঘটনার কোনও ব্যাখ্যা দেয়নি।

 

এর আগে একই দিন, কুনেইত্রার ডেপুটি গভর্নর মুহাম্মদ আল-সাঈদ সংবাদমাধ্যমকে জানান, ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর থেকে ইসরায়েল ওই অঞ্চলে আটটির বেশি সামরিক ঘাঁটি স্থাপন করেছে। এসব ঘাঁটি কুনেইত্রার উত্তরে — বিশেষত ইয়ারমুক অববাহিকার ভেতরে গড়ে তোলা হয়েছে, যা সরাসরি ১৯৭৪ সালের ডিসেংগেজমেন্ট চুক্তির লঙ্ঘন বলে তিনি মন্তব্য করেন।

 

তিনি আরও বলেন, “এই ঘাঁটিগুলোর কারণে প্রায় ৬,০০০ হেক্টর (১৪,৮০০ একর) কৃষি জমি ও পশু চারণভূমি এখন কার্যত বন্ধ হয়ে গেছে। এতে বহু পরিবার তাদের গবাদিপশুর খাবার এবং জীবিকা হারাচ্ছে।”

 

প্রসঙ্গত, ইসরায়েল ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমির অধিকাংশ অঞ্চল দখল করে নেয় এবং পরে তা একতরফাভাবে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করে। তবে এখনও পর্যন্ত এই পদক্ষেপকে আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি।

 

মূলত ২০২৪ সালের ডিসেম্বরে স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার ভেতরে ইসরায়েলি হামলা ব্যাপকভাবে বেড়ে গেছে। আসাদের পতনের পর ২০২৫ সালের জানুয়ারিতে আহমাদ আল-শারার নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠিত হয়। ওই সময় আনুষ্ঠানিকভাবে বাথ পার্টির পাঁচ দশকের শাসনের অবসান ঘটে এবং রাশিয়ায় পালিয়ে যায় আসাদ পরিবার।

 

ইসরায়েল শুধু হামলাতেই সীমাবদ্ধ থাকেনি, বরং তারা ১৯৭৪ সালের যুদ্ধবিরতির পর গঠিত ‘বাফার জোন’ বা নিরপেক্ষ অঞ্চলকে কার্যত ‘অকার্যকর’ ঘোষণা করে সেখানে নিজেদের সেনা মোতায়েন এবং নির্মাণ কাজ শুরু করেছে। সূত্র: আল-মায়াদিনটাইমস অব ইসরায়েল

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com