সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সারা বাংলাদেশে মহামারির মতো চাঁদাবাজি শুরু হয়েছে। দখলদারিত্ব শুরু হয়েছে। এলাকাভিত্তিক সমস্যাগুলো তুলে এনে সেগুলোর সমস্যা সমাধানে কাজ করতে হবে।
মঙ্গলবার রাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলা কার্যালয় উদ্বোধন শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
এ সময় এনসিপির প্রধান সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী, কেন্দ্রীয় যুগ্ম সমন্বায়ক ও মেহেরপুর জেলার প্রধান সমন্বয়ক অ্যাড. সাকিল আহমেদ, কেন্দ্রীয় সদস্য সোহেল রানা, উপজেলা প্রধান সমন্বয়ক আল মামুন সেন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, প্রান্তিক এলাকাগুলোতে উন্নয়নটা সমানভাবে যায় না। আবার বিভিন্ন এলাকায় শিক্ষার সমস্যা আছে। কর্মসংস্থানের অভাব আছে। চিকিৎসারও অভাব আছে। এসব সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে। এলাকাভিত্তিকসহ পুরো রাষ্ট্রটাকেও পরিবর্তন করতে হবে। আমরা একসাথে মুজিবনগর মেহেরপুরসহ পুরো বাংলাদেশকে পরিবর্তন করতে চাই।
পরে আজ বুধবার সকালে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দ্যেশে রওয়ানা দেন নেতাকর্মীরা। সেখানে পথযাত্রা এবং পথসভায় অংশ নেবেন।