সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জুয়া খেলার অপরাধে ১০ জুয়ারিকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় নগদ টাকাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
আজ এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলম।
এর আগে, মঙ্গলবার গভীর রাতে গোবিন্দগঞ্জের বৈরাগীহাট পুলিশ ফাঁড়ির পাশে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম, নগদ ১৫ হাজার ৫২৪ টাকা, মোবাইল ফোন ১০টি, ও সীমিত পরিমাণে মাদকদ্রব্য জব্দ করেছে। তবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি অভিযানিক দলটি।
গোবিন্দগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের এ থানায় হস্তান্তর করেছে।