আ. লীগ নেতারা যেন লুকিয়ে নির্বাচনে না আসে: সিইসিকে ববি হাজ্জাজ

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ দাবি করেছেন, সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতারা যেন ভিন্ন পরিচয়ে বা গোপনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) কার্যকর ব্যবস্থা নিতে হবে।

 

সোমবার (৭ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

ববি হাজ্জাজ বলেন, ‘আমরা জানি আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনগুলো নিষিদ্ধ। সে হিসেবে আমরা চাই, তারা যেন ওই নাম লুকিয়ে বা ভিন্ন নামে নির্বাচন প্রক্রিয়ায় না আসে। এ বিষয়ে আমরা সিইসিকে লিখিতভাবে জানিয়েছি।’

 

সাক্ষাতে এনডিএম পক্ষ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়, যার মধ্যে ছিল—সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, নির্বাচনী ব্যয়সীমা ২৫ লাখ থেকে বাড়িয়ে ৪০ লাখ করা, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বিলবোর্ড ও জনসভা আয়োজন, আচরণবিধিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় আঘাত বা ব্যক্তিগত চরিত্র হননের প্রচারণা নিষিদ্ধের দাবি।

 

নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা নিয়েও ছাড় চায় দলটি। প্রস্তাবনায় বলা হয়, ব্যক্তিগত ঋণের জামিনদারদের ক্ষেত্রে ঋণগ্রহীতা খেলাপি হলেও মনোনয়ন দাখিলের আগে ঋণ পরিশোধের স্লিপ দিলে প্রার্থীকে নির্বাচনের উপযোগী বিবেচনা করতে হবে।

 

ববি হাজ্জাজ আরও বলেন, ‘নির্বাচনে পোস্টার বাদ যাচ্ছে, কিন্তু বিলবোর্ডের দায়িত্ব যদি প্রার্থীকে নিতে হয়, তাহলে ৪০ লাখ টাকাও যথেষ্ট হবে না। এ দায়িত্ব নির্বাচন কমিশনের নেওয়া উচিত।’

 

তিনি অনুরোধ জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কমিশনের কোনো আলোচনা হয়ে থাকলে সেটি জনসমক্ষে প্রকাশ করা হোক।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দাম্পত্য জীবনের টানাপোড়েনের গল্প ‘সহযাত্রী’

» জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত চায় এনসিপি

» আলোচনা ফলপ্রসূ হয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন: মির্জা ফখরুল

» বিএনপিই একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে: মির্জা ফখরুল

» যমুনায় এনসিপির প্রতিনিধি দল

» আঘাত এলে জবাব দিতে হবে, সবাই প্রস্তুত থাকুন: জাপা মহাসচিব

» নির্বাচন বানচালে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে: তারেক রহমান

» চাপে পড়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে: তাহের

» ভুল থাকলেও এ সরকারকে ব্যর্থ হতে দেবো না: রাশেদ খান

» নূরকে চিকিৎসার জন্য বিদেশে নিতে চান: স্ত্রী মারিয়া

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আ. লীগ নেতারা যেন লুকিয়ে নির্বাচনে না আসে: সিইসিকে ববি হাজ্জাজ

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ দাবি করেছেন, সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতারা যেন ভিন্ন পরিচয়ে বা গোপনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) কার্যকর ব্যবস্থা নিতে হবে।

 

সোমবার (৭ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

ববি হাজ্জাজ বলেন, ‘আমরা জানি আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনগুলো নিষিদ্ধ। সে হিসেবে আমরা চাই, তারা যেন ওই নাম লুকিয়ে বা ভিন্ন নামে নির্বাচন প্রক্রিয়ায় না আসে। এ বিষয়ে আমরা সিইসিকে লিখিতভাবে জানিয়েছি।’

 

সাক্ষাতে এনডিএম পক্ষ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়, যার মধ্যে ছিল—সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, নির্বাচনী ব্যয়সীমা ২৫ লাখ থেকে বাড়িয়ে ৪০ লাখ করা, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বিলবোর্ড ও জনসভা আয়োজন, আচরণবিধিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় আঘাত বা ব্যক্তিগত চরিত্র হননের প্রচারণা নিষিদ্ধের দাবি।

 

নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা নিয়েও ছাড় চায় দলটি। প্রস্তাবনায় বলা হয়, ব্যক্তিগত ঋণের জামিনদারদের ক্ষেত্রে ঋণগ্রহীতা খেলাপি হলেও মনোনয়ন দাখিলের আগে ঋণ পরিশোধের স্লিপ দিলে প্রার্থীকে নির্বাচনের উপযোগী বিবেচনা করতে হবে।

 

ববি হাজ্জাজ আরও বলেন, ‘নির্বাচনে পোস্টার বাদ যাচ্ছে, কিন্তু বিলবোর্ডের দায়িত্ব যদি প্রার্থীকে নিতে হয়, তাহলে ৪০ লাখ টাকাও যথেষ্ট হবে না। এ দায়িত্ব নির্বাচন কমিশনের নেওয়া উচিত।’

 

তিনি অনুরোধ জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কমিশনের কোনো আলোচনা হয়ে থাকলে সেটি জনসমক্ষে প্রকাশ করা হোক।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com