ফাইল ফটো
অনলাইন ডেস্ক : হাজারীবাগে ছেলেকে হত্যা ঘটনায় জড়িত বাবাকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম মুস্তাফিজুর রহমান জুয়েল (৪৪)। রোববার (০৬ জুলাই) রাতে গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার।
তিনি জানান, গত ১৪ জুন হাজারীবাগের ঝাউচর বাজারের আমাড়া টাওয়ার এলাকায় পারিবারিক কলহের জেরে ছেলে রাহাবুল ইসলাম রাসেলকে বাবা জুয়েল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে রাসেলের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা কর।
এ ঘটনায় ভাই মো. রবিউল ইসলাম রাব্বি বাদী হয়ে হাজারীবাগ থানায় মামলা করেন।