ফাইল ছবি
অনলাইন ডেস্ক : সিদ্ধেশ্বরী রোডে অটোরিকশা চালক মো. আল আমিনকে (৩০) মারধর করেছে ছিনতাইকারীরা। এ সময় তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যায় ছিনতাইকারীরা।
আজ সকাল সাড়ে আটটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আল আমিন জামালপুরের ইসলামপুর উপজেলার মৃত মো. সওদাগরের ছেলে। তিনি বর্তমানে হাতিরঝিলের মিরবাগে বসবাস করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা গ্যারেজের মালিক মিজানুর রহমান জানান, শনিবার রাত সোয়া দুইটার সময় অটোরিকশা নিয়ে গ্যারেজে ফেরার পথে সিদ্ধেশ্বরী রোডে ৪ থেকে ৫ জন ছিনতাইকারী আল আমিনের পথ রোধ করে দাঁড়ায়। পরে তাকে মারধর করে রাস্তায় ফেলে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ঘটনাটি আমরা জানতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে আজ সকালের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ সকালের দিকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগের ৪ নং ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।