সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : দক্ষিণ ভারতীয় সুপারস্টার রজনীকান্তের আসন্ন অ্যাকশন-থ্রিলার ছবি ‘কুলি’-তে এবার দেখা যাবে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানকে। দর্শকদের জন্য চমক হিসেবে প্রকাশ্যে এসেছে আমির খানের ফার্স্ট লুক, যা ইতোমধ্যেই ঝড় তুলেছে অনলাইনে।
ফার্স্ট লুকে আমিরকে দেখা যাচ্ছে একদম রাফ অ্যান্ড টাফ অবতারে। সাদা-কালো ছবিতে সানগ্লাস পরা, মুখে চুরুট নিয়ে ধূমপানরত আমিরের ভিন্নধর্মী অভিব্যক্তি আলাদাভাবে নজর কেড়েছে। সিনেমাটিতে তাঁর চরিত্রটি ক্যামিও হলেও এটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা বোঝা যাচ্ছে দর্শক প্রতিক্রিয়া থেকেই।
নেটিজেনদের কেউ লিখেছেন— ‘বহু প্রতীক্ষিত চরিত্র।’ কেউ মন্তব্য করেছেন— ‘মিস্টার পারফেকশনিস্ট লোকেশ কানাগরাজের ফ্রেমে, এটা একটা ড্রিম কম্বিনেশন।’
৩৭৫ কোটি রুপির বাজেট নিয়ে নির্মিত ‘কুলি’ হতে যাচ্ছে চলতি বছরের সবচেয়ে বড় বাজেটের ভারতীয় ছবি। ছবিটি পরিচালনা করছেন জনপ্রিয় পরিচালক লোকেশ কানাগরাজ। রজনীকান্ত ও আমির খানের পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন নাগার্জুনা, উপেন্দ্র, শ্রুতি হাসান প্রমুখ।
প্রতীক্ষিত এই ছবি মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট।