ফাইল ছবি
অনলাইন ডেস্ক : কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করেছে পুলিশ।
আজ সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন।
নিহতদের মাদক কারবারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কেউ যদি কোনো অপরাধে জড়িত থাকে তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করতে হবে। তবে কোনোভাবেই কাউকে বিচারবহির্ভূত আঘাত করতে পারবে না।