আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি:-লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নে আলতাফ মাস্টার ঘাটের উন্নয়নকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি পূরণে এ কাজ শুরু হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঘাট নির্মাণ সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থা সুন্দর হবে এবং নদীভিত্তিক ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
এদিকে কাজের গুণগত মান বজায় রাখতে ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেছেন, “পরিকল্পিত উন্নয়নই টেকসই প্রগতি আনে—এই ঘাটের কাজ মানুষের কল্যাণে কাজে আসুক।”
Facebook Comments Box