শাহনাজ পারভীন মিতা :
রিমঝিম বৃষ্টির রুমঝুম নুপূর
অবেলায় প্রেম নিঃসঙ্গ দুপুর,
কে তুমি ,জানালায় বৃষ্টি মুখ
আবছায়া খুঁজে শুধুই দুচোখ ।
কখনো রিনিঝিনি শব্দের সুখ
অনুভবে মন দৃষ্টি উন্মুখ,
জলতরঙ্গে ঢেউ ওঠে নামে
তুমি আসো যাও রুদ্ধ বাতায়নে।
ছলাৎ ছলাৎ ,কে হাটে ঝুম বর্ষায়
দুহাত বাড়াই অব্যক্ত বাসনায়,
কে যায় দূর থেকে দূরে মেঘের ভেলায়
চোখের জলে মন ভাসে অবেলায় ।
তবুও ঝুম বরষার জল মনের অতলে
প্রেম তুমি চুপি চুপি সিক্ত খোলা চুলে ।