সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান পরিচালনা করে ৯০ হাজার পিস ইয়াবা ও ২৮ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। এ সময় দুই নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, ১ জুলাই সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকায় মিনারা বেগম নামের এক মাদক কারবারির বসতবাড়িতে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়। একই সময়, খুরেরমুখ এলাকার এক বাড়িতে তল্লাশি চালিয়ে কথিত জমিলা বেগমের বাড়ির মুরগির খামারে সংরক্ষিত ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা৷