ফাইল ছবি
অনলাইন ডেস্ক : রাজধানীর টিকাটুলির মামুন প্লাজায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ ভোরে ভবনটিতে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তারা। পরে সাতটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
সকাল ৭টা২০মি: দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, আগুন নেভাতে কয়েকটি ইউনিট একযোগে কাজ করেছে।
ক্ষয়ক্ষতির পরিমাণও প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানায় কর্তৃপক্ষ।
এদিকে, অগ্নিকাণ্ডের সময় ভবনের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।