সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাহরাইনের বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয়ে শুভ সূচনা করেছে সাবিনা-ঋতুপর্ণারা। তবে দলের বড় জয়ের দিনে এক আবেগঘন মুহূর্তে নিজেকে আলাদা করে চেনালেন ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা।
বাহরাইনের বিপক্ষে ম্যাচের দিনটি ছিল ঋতুপর্ণার প্রয়াত ছোট ভাইয়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী। এমন স্মৃতিবিজড়িত দিনে গোল করে সেটি উৎসর্গ করেছেন পরপারে থাকা ভাইয়ের প্রতি।
ম্যাচ শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রকাশিত এক ভিডিও বার্তায় ঋতুপর্ণা বলেন, বাহরাইনের বিপক্ষে ম্যাচের দিন ছিল আমার ছোট ভাইয়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী। সে ছিল আমার খুব আদরের ভাই। আমার লক্ষ্য ছিল, যদি গোল করতে পারি, তাহলে সেটা ওর নামেই উৎসর্গ করব। গোল করতে পেরে সেটা করতে পেরেছি, আমি খুব খুশি।
উল্লেখ্য, ২০২৪ সালের সাফ চ্যাম্পিয়নশিপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন ঋতুপর্ণা চাকমা। সেই ধারাবাহিকতা তিনি ধরে রেখেছেন এশিয়ান কাপ বাছাইপর্বেও। বাংলাদেশের পরবর্তী ম্যাচে এই ফর্ম ধরে রাখার প্রত্যাশায় ফুটবলপ্রেমীরা।