কেনাকাটা করবেন আপনি, বিল পরিশোধ করবে চশমা!

সংগৃহীত ছবি
তথ্যপ্রযুক্তি ডেস্ক  :টাকা পরিশোধের জন্য মোবাইল ফোন, ব্যাংক কার্ড কিংবা ক্যাশ—এসবের যুগ ক্রমেই পিছনে পড়ে যাচ্ছে। ডিজিটাল পেমেন্ট এখন শুধু স্ক্রিনের ভেতর সীমাবদ্ধ নেই। এবার চোখের চশমা পরেই কেনাকাটার বিল পরিশোধ করার যুগে প্রবেশ করলো বিশ্ব। এই নতুন প্রযুক্তির উদ্ভাবন করেছে চীনের বিখ্যাত ডিজিটাল ওয়ালেট সেবা আলিপে প্লাস এবং ভোক্তা ইলেকট্রনিক্স নির্মাতা মেইজু।

সম্প্রতি হংকংয়ে আলিপে এইচকে এবং মেইজুর স্টারভি স্ন্যাপ স্মার্ট গ্লাস ব্যবহার করে প্রথম রিয়েল ওয়ার্ল্ড ডিজিটাল পেমেন্ট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। গ্রাহকরা কোনো স্মার্টফোন বা কার্ড ছাড়াই শুধুমাত্র স্মার্ট গ্লাস ব্যবহার করেই দোকানের বিল পরিশোধ করেছেন।

 

আলিপে প্লাস কর্তৃপক্ষ জানিয়েছে, এই সফল ট্রায়াল ভবিষ্যতের ডিজিটাল অর্থনীতিতে এক নতুন যুগের সূচনা করেছে।

স্টারভি স্ন্যাপ স্মার্ট গ্লাস মূলত একটি অগমেন্টেড রিয়ালিটি (এআর) ভিত্তিক ডিভাইস, যার ভেতরে রয়েছে ইনবিল্ট ক্যামেরা, নয়েজ ক্যানসেলিং মাইক্রোফোন এবং এআই প্রসেসিং ইউনিট।

 

এই গ্লাসের মাধ্যমে ব্যবহারকারীরা কিউআর কোড স্ক্যান, ভয়েস কমান্ড, এমনকি হেড-জেসচার ব্যবহার করে সহজেই পেমেন্ট করতে পারেন। স্ক্রিনে ভার্চুয়াল ইন্টারফেস ভেসে ওঠে, যেখানে ব্যবহারকারী তার পেমেন্ট অপশন নির্বাচন, পরিমাণ নির্ধারণ এবং লেনদেনের অনুমোদন দিতে পারেন।

শব্দ ও পরিবেশের ব্যস্ততা কমিয়ে শুধুমাত্র নির্ধারিত ভয়েস কমান্ড গ্রহণ করার জন্য ব্যবহার করা হয়েছে উন্নত নয়েজ ক্যানসেলিং প্রযুক্তি।

 

এই স্মার্ট গ্লাসের বিশেষত্ব হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক প্রসেসিং। এটি ব্যবহারকারীর মুখের অঙ্গভঙ্গি, ভয়েস টোন ও চোখের মুভমেন্ট অনুযায়ী তথ্য বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে।

 

এআই অ্যালগরিদম ব্যবহার করে গ্লাসটি ব্যবহারকারীর পেমেন্ট ইতিহাস, প্রিয় শপ, লেনদেনের সময়কাল এসব বুঝতে পারে এবং পার্সোনালাইজড পেমেন্ট সাজেশনও দেয়।

 

ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য রয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন। যা নিশ্চিত করে যে, ব্যবহারকারীর পেমেন্ট ডাটা কোনভাবেই লিক হবে না।

 

বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি বিশেষভাবে সহায়ক হবে প্রতিবন্ধী ব্যক্তি, সিনিয়র সিটিজেন এবং হ্যান্ডস-ফ্রি অভিজ্ঞতা খোঁজেন এমন সকলের জন্য।

 

শপিং মল, রেস্টুরেন্ট, পাবলিক ট্রান্সপোর্ট, পার্কিং লট—যেখানে দ্রুত এবং স্পর্শবিহীন লেনদেন প্রয়োজন,। সেখানে এআই স্মার্ট গ্লাস ভিত্তিক এই পেমেন্ট সিস্টেম ভবিষ্যতে বড় পরিবর্তন আনবে।

 

আলিপে প্লাস সূত্র জানিয়েছে, এই প্রযুক্তি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালের পর ধাপে ধাপে বিভিন্ন দেশে এই এআর স্মার্ট গ্লাস ভিত্তিক পেমেন্ট প্রযুক্তি চালু করা হবে।

 

বিশ্বের অন্যান্য প্রযুক্তি জায়ান্ট যেমন গুগল, অ্যাপল, স্যামসাং ইতোমধ্যেই স্মার্ট গ্লাস ডিভাইস নিয়ে কাজ করছে। ফলে ধারণা করা হচ্ছে, আগামী দুই-তিন বছরের মধ্যেই এ ধরনের ওয়্যারেবল পেমেন্ট সল্যুশন বৈশ্বিকভাবে ছড়িয়ে পড়বে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল প্যানেল

» কর্মীদের সুরক্ষায় গার্ডিয়ানের সাথে ব্যাংক এশিয়ার পার্টনারশিপ

» দেশজুড়ে ওয়ালটন প্লাজায় বিশেষ ছাড় উপভোগ করবেন বাংলালিংকের অরেঞ্জ ক্লাবের সদস্যরা

» সিলেটে জীবনরক্ষাকারী যক্ষ্মা চিকিৎসায় আইসিডিডিআর,বি-এর পাশে দাঁড়ালো প্রাইম ব্যাংক

» উদ্ভাবনী আইটি সেবা নিয়ে টেক্সটেকে অংশ নিচ্ছে এক্সেনটেক

» চারটি আসন বহালের দাবিতে বাগেরহাটে সর্বদলীয় বিক্ষোভ, বুধ-বৃহ্স্পতিবার হরতালের ডাক

» জামালপুরে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

» দেশের সর্বপ্রথম ডিজিটাল এসএমই লোন ‘সাফল্য’ নিয়ে এলো ব্র্যাক ব্যাংক

» উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে ডাকসু নির্বাচন : ডিসি মাসুদ

» ভোট কেন্দ্র দখলের পাঁয়তারা করছে ছাত্রদল: শিবির সেক্রেটারি

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কেনাকাটা করবেন আপনি, বিল পরিশোধ করবে চশমা!

সংগৃহীত ছবি
তথ্যপ্রযুক্তি ডেস্ক  :টাকা পরিশোধের জন্য মোবাইল ফোন, ব্যাংক কার্ড কিংবা ক্যাশ—এসবের যুগ ক্রমেই পিছনে পড়ে যাচ্ছে। ডিজিটাল পেমেন্ট এখন শুধু স্ক্রিনের ভেতর সীমাবদ্ধ নেই। এবার চোখের চশমা পরেই কেনাকাটার বিল পরিশোধ করার যুগে প্রবেশ করলো বিশ্ব। এই নতুন প্রযুক্তির উদ্ভাবন করেছে চীনের বিখ্যাত ডিজিটাল ওয়ালেট সেবা আলিপে প্লাস এবং ভোক্তা ইলেকট্রনিক্স নির্মাতা মেইজু।

সম্প্রতি হংকংয়ে আলিপে এইচকে এবং মেইজুর স্টারভি স্ন্যাপ স্মার্ট গ্লাস ব্যবহার করে প্রথম রিয়েল ওয়ার্ল্ড ডিজিটাল পেমেন্ট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। গ্রাহকরা কোনো স্মার্টফোন বা কার্ড ছাড়াই শুধুমাত্র স্মার্ট গ্লাস ব্যবহার করেই দোকানের বিল পরিশোধ করেছেন।

 

আলিপে প্লাস কর্তৃপক্ষ জানিয়েছে, এই সফল ট্রায়াল ভবিষ্যতের ডিজিটাল অর্থনীতিতে এক নতুন যুগের সূচনা করেছে।

স্টারভি স্ন্যাপ স্মার্ট গ্লাস মূলত একটি অগমেন্টেড রিয়ালিটি (এআর) ভিত্তিক ডিভাইস, যার ভেতরে রয়েছে ইনবিল্ট ক্যামেরা, নয়েজ ক্যানসেলিং মাইক্রোফোন এবং এআই প্রসেসিং ইউনিট।

 

এই গ্লাসের মাধ্যমে ব্যবহারকারীরা কিউআর কোড স্ক্যান, ভয়েস কমান্ড, এমনকি হেড-জেসচার ব্যবহার করে সহজেই পেমেন্ট করতে পারেন। স্ক্রিনে ভার্চুয়াল ইন্টারফেস ভেসে ওঠে, যেখানে ব্যবহারকারী তার পেমেন্ট অপশন নির্বাচন, পরিমাণ নির্ধারণ এবং লেনদেনের অনুমোদন দিতে পারেন।

শব্দ ও পরিবেশের ব্যস্ততা কমিয়ে শুধুমাত্র নির্ধারিত ভয়েস কমান্ড গ্রহণ করার জন্য ব্যবহার করা হয়েছে উন্নত নয়েজ ক্যানসেলিং প্রযুক্তি।

 

এই স্মার্ট গ্লাসের বিশেষত্ব হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক প্রসেসিং। এটি ব্যবহারকারীর মুখের অঙ্গভঙ্গি, ভয়েস টোন ও চোখের মুভমেন্ট অনুযায়ী তথ্য বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে।

 

এআই অ্যালগরিদম ব্যবহার করে গ্লাসটি ব্যবহারকারীর পেমেন্ট ইতিহাস, প্রিয় শপ, লেনদেনের সময়কাল এসব বুঝতে পারে এবং পার্সোনালাইজড পেমেন্ট সাজেশনও দেয়।

 

ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য রয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন। যা নিশ্চিত করে যে, ব্যবহারকারীর পেমেন্ট ডাটা কোনভাবেই লিক হবে না।

 

বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি বিশেষভাবে সহায়ক হবে প্রতিবন্ধী ব্যক্তি, সিনিয়র সিটিজেন এবং হ্যান্ডস-ফ্রি অভিজ্ঞতা খোঁজেন এমন সকলের জন্য।

 

শপিং মল, রেস্টুরেন্ট, পাবলিক ট্রান্সপোর্ট, পার্কিং লট—যেখানে দ্রুত এবং স্পর্শবিহীন লেনদেন প্রয়োজন,। সেখানে এআই স্মার্ট গ্লাস ভিত্তিক এই পেমেন্ট সিস্টেম ভবিষ্যতে বড় পরিবর্তন আনবে।

 

আলিপে প্লাস সূত্র জানিয়েছে, এই প্রযুক্তি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালের পর ধাপে ধাপে বিভিন্ন দেশে এই এআর স্মার্ট গ্লাস ভিত্তিক পেমেন্ট প্রযুক্তি চালু করা হবে।

 

বিশ্বের অন্যান্য প্রযুক্তি জায়ান্ট যেমন গুগল, অ্যাপল, স্যামসাং ইতোমধ্যেই স্মার্ট গ্লাস ডিভাইস নিয়ে কাজ করছে। ফলে ধারণা করা হচ্ছে, আগামী দুই-তিন বছরের মধ্যেই এ ধরনের ওয়্যারেবল পেমেন্ট সল্যুশন বৈশ্বিকভাবে ছড়িয়ে পড়বে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com