হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে, বিতর্কে জড়ান অভিনেতা ভরত

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ভরত কল— সিনেমা ও ছোট পর্দায় খল চরিত্রে অভিনয় করে বহু আগেই দর্শকের মন জয় করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে তার ঝুলিতে রয়েছে সফলতার নানা পালক, আর ভক্ত-অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়।

 

ভরত কলের জন্ম এক অবাঙালি পরিবারে। তার পারিবারিক শিকড় কাশ্মিরে, তবে বহু বছর আগেই পরিবারটি চলে আসে কলকাতায়। পড়াশোনার পাশাপাশি বাংলা সিনেমায় পা রাখেন সুদর্শন এই তরুণ। সময়ের সঙ্গে সঙ্গে বাংলা ভাষাতেও পারদর্শী হয়ে ওঠেন তিনি।

ভরতের ব্যক্তিগত জীবন নিয়ে তার ভক্ত-অনুরাগীদের আগ্রহের কমতি নেই। শোনা যায়, ভরতের জীবনে প্রেম এসেছে বহুবার; ভালোবেসে বিয়ে করেছিলেন বাঙালি অভিনেত্রী অনুশ্রী দাসকে। কিন্তু অভিনেতার সেই সংসার ভেঙে যায় ২০০৩ সালে। এরপর নাকি একাধিক সম্পর্কেও জড়ালেও সেই ভালবাসাগুলো বিয়ে পর্যন্ত গড়ায়নি। তবে ২০১৫ সালে নিজের থেকে বয়সে অনেকটাই ছোট অভিনেত্রী জয়শ্রী মুখার্জীকে বিয়ে করেন ভরত। তাদের এক কন্যা সন্তানও আছে। জয়শ্রীর সঙ্গেই সুখে সংসার করছেন এই অভিনেতা।

 

দ্বিতীয় স্ত্রীকে জীবনের স্তম্ভ মনে করেন অভিনেতা। জয়শ্রীও কাশ্মিরের এই পরিবারকে নিজের করে নিয়েছেন। ভরতকে ক্যান্সারজয়ী হতেও মানসিক শক্তি জুগিয়েছিলেন এই জয়শ্রীই। কিন্তু এই জয়শ্রীকে বিয়ে করে বিতর্কের মুখে পড়তে হয় ভরতকে; যার কারণ ছিল দুইজনের বয়সের পার্থক্য।

 

ভরত কলের চেয়ে জয়শ্রী বয়সে অনেকটাই ছোট। তাদের মধ্যে রয়েছে ১৮ বছরের বয়সের ফারাক। ২০১৫ সাল থেকে নিয়মিতভাবে সোশ্যাল মিডিয়ায় ভরত ছবি শেয়ার করতেন জয়শ্রীর সঙ্গে। সেই সুখের দাম্পত্যের ছবিতে ধেয়ে আসত কটাক্ষের বাণ। কিন্তু সব ছেড়ে ভালোবাসার উপর ভরসা রেখেছেন তারা। বয়স নয়, তারা বিশ্বাস করেন পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া আর সাহচর্যই টিকিয়ে রাখে সম্পর্ক।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলা: গ্রেফতার আরও ৪

» ‎অবৈধভাবে মজুত করা টিসিবির ৫৪৪ বস্তা চাল জব্দ, আটক ৭

» শহীদ মিনারে বদরুদ্দীন উমরের মরদেহে শ্রদ্ধা, জুরাইনে দাফন

» মেসেজ লেখাসহ বানানও ঠিক করে দেবে, হোয়াটসঅ্যাপে নতুন এআই ফিচার

» কন্টাক্ট লেন্স পরেন? যে ৭টি ভুল এড়াতে হবে

» চলছে আবু সাঈদের ময়নাতদন্তকারী চিকিৎসকের জেরা

» মরুর বুকে এশিয়া কাপ ঝড় শুরু মঙ্গলবার, যা জেনে রাখা জরুরি

» গণতন্ত্র প্রতিষ্ঠায় ৪৭ বছর লড়াই-সংগ্রাম করছে বিএনপি: মির্জা ফখরুল

» লাশ পুড়িয়ে ফেলা বা নুরকে এভাবে মারা, অতীতে কখনোই ঘটেনি: নিলোফার মনি

» সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেফতার

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে, বিতর্কে জড়ান অভিনেতা ভরত

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ভরত কল— সিনেমা ও ছোট পর্দায় খল চরিত্রে অভিনয় করে বহু আগেই দর্শকের মন জয় করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে তার ঝুলিতে রয়েছে সফলতার নানা পালক, আর ভক্ত-অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়।

 

ভরত কলের জন্ম এক অবাঙালি পরিবারে। তার পারিবারিক শিকড় কাশ্মিরে, তবে বহু বছর আগেই পরিবারটি চলে আসে কলকাতায়। পড়াশোনার পাশাপাশি বাংলা সিনেমায় পা রাখেন সুদর্শন এই তরুণ। সময়ের সঙ্গে সঙ্গে বাংলা ভাষাতেও পারদর্শী হয়ে ওঠেন তিনি।

ভরতের ব্যক্তিগত জীবন নিয়ে তার ভক্ত-অনুরাগীদের আগ্রহের কমতি নেই। শোনা যায়, ভরতের জীবনে প্রেম এসেছে বহুবার; ভালোবেসে বিয়ে করেছিলেন বাঙালি অভিনেত্রী অনুশ্রী দাসকে। কিন্তু অভিনেতার সেই সংসার ভেঙে যায় ২০০৩ সালে। এরপর নাকি একাধিক সম্পর্কেও জড়ালেও সেই ভালবাসাগুলো বিয়ে পর্যন্ত গড়ায়নি। তবে ২০১৫ সালে নিজের থেকে বয়সে অনেকটাই ছোট অভিনেত্রী জয়শ্রী মুখার্জীকে বিয়ে করেন ভরত। তাদের এক কন্যা সন্তানও আছে। জয়শ্রীর সঙ্গেই সুখে সংসার করছেন এই অভিনেতা।

 

দ্বিতীয় স্ত্রীকে জীবনের স্তম্ভ মনে করেন অভিনেতা। জয়শ্রীও কাশ্মিরের এই পরিবারকে নিজের করে নিয়েছেন। ভরতকে ক্যান্সারজয়ী হতেও মানসিক শক্তি জুগিয়েছিলেন এই জয়শ্রীই। কিন্তু এই জয়শ্রীকে বিয়ে করে বিতর্কের মুখে পড়তে হয় ভরতকে; যার কারণ ছিল দুইজনের বয়সের পার্থক্য।

 

ভরত কলের চেয়ে জয়শ্রী বয়সে অনেকটাই ছোট। তাদের মধ্যে রয়েছে ১৮ বছরের বয়সের ফারাক। ২০১৫ সাল থেকে নিয়মিতভাবে সোশ্যাল মিডিয়ায় ভরত ছবি শেয়ার করতেন জয়শ্রীর সঙ্গে। সেই সুখের দাম্পত্যের ছবিতে ধেয়ে আসত কটাক্ষের বাণ। কিন্তু সব ছেড়ে ভালোবাসার উপর ভরসা রেখেছেন তারা। বয়স নয়, তারা বিশ্বাস করেন পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া আর সাহচর্যই টিকিয়ে রাখে সম্পর্ক।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com