করোনা ও ডেঙ্গু রোধে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : দেশে করোনাভাইরাসের নতুন ধরন এবং ডেঙ্গু রোগের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬টি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এছাড়াও শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও সচেতনতা কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

রবিবার (১৫ জুন) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনাগুলো জানানো হয়। বিজ্ঞপ্তিটি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, সারা দেশে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি এবং ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে ‘ডেঙ্গু সচেতনতা : ভবিষ্যতে করণীয়’ শীর্ষক সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট দুটি পত্র এ নির্দেশনার সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

 

সংযুক্ত পত্রদ্বয়ের নির্দেশনা অনুসারে অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিচে বর্ণিত নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে নির্দেশনা:

সারা দেশে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণাকাজে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে।

 

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা

১. বারবার প্রয়োজনমতো সাবান দিয়ে হাত ধোয়া (অন্তত ২০ সেকেন্ড)।

 

২. জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মুখে মাস্ক পরা।

 

৩. আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখা।

 

৪. অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা।

 

৫. হাঁচি-কাশির সময় বাহু অথবা টিস্যু বা কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখা।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ দুর্গাপূজা এক মণ্ডপে ২০০-র বেশি প্রতিমা-বিগ্রহ! লাখো ভক্তের সমাগমের প্রস্তুতি

» সিটি ব্যাংক ও গার্ডিয়ানের অংশীদারিত্বে প্রথমবারের মত ব্যাংকিং অ্যাপ থেকে ইন্স্যুরেন্স পলিসি কিনতে পারবেন গ্রাহকেরা

» ২৪ ঘণ্টার মধ্যে ডিজিটাল বীমা পলিসি ডক্যুমেন্ট প্রদানের সেবা চালু করল মেটলাইফ বাংলাদেশ

» নওগাঁয় মহিলাসহ ৪ ভুয়া পুলিশ আটক

» প্রাইম ব্যাংক ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স-এর মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

» ইসির ২ আইন সংস্কার প্রস্তাবের অনুমোদন

» কল্কির সিক্যুয়েল থেকেও বাদ পড়লেন দীপিকা

» সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন

» বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি প্রত্যাখ্যান করেছে: টুকু

» বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

করোনা ও ডেঙ্গু রোধে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : দেশে করোনাভাইরাসের নতুন ধরন এবং ডেঙ্গু রোগের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬টি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এছাড়াও শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও সচেতনতা কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

রবিবার (১৫ জুন) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনাগুলো জানানো হয়। বিজ্ঞপ্তিটি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, সারা দেশে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি এবং ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে ‘ডেঙ্গু সচেতনতা : ভবিষ্যতে করণীয়’ শীর্ষক সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট দুটি পত্র এ নির্দেশনার সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

 

সংযুক্ত পত্রদ্বয়ের নির্দেশনা অনুসারে অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিচে বর্ণিত নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে নির্দেশনা:

সারা দেশে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণাকাজে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে।

 

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা

১. বারবার প্রয়োজনমতো সাবান দিয়ে হাত ধোয়া (অন্তত ২০ সেকেন্ড)।

 

২. জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মুখে মাস্ক পরা।

 

৩. আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখা।

 

৪. অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা।

 

৫. হাঁচি-কাশির সময় বাহু অথবা টিস্যু বা কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখা।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com