ভিন্ন পোজে নজর কাড়লেন তিশা

সংগৃহীত ছবি
বিনোদন ডেস্ক :আগের চেয়ে এখন কাজের পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। মানসম্মত না হলে কোনো কাজেই নিজেকে যুক্ত রাখেন না বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি অভিনেত্রী অংশ নিয়েছিলেন বাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি।

পুরস্কার পাওয়ার পর তিনি জানান, আগামী ঈদকে কেন্দ্র করে বেশ কয়েকটি কাজ করেছেন। তবে এই মুহূর্তে কাজের ব্যস্ততা অনেকটা কমই অভিনেত্রীর; তাই তো দেশের বাইরে ছুটির আমেজে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে তাকে।

 

বর্তমানে তানজিন তিশা অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, রোজভেল্ট আইল্যান্ডে। গত শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। তিশার ফ্রেমে তখন ম্যানহাটনের বিখ্যাত সিটি স্কাইলাইনও দেখা যায়।

ছবিতে দেখা যায়, গাঢ় গোলাপি রঙের স্যাটিন ম্যাটারিয়ালের লম্বা স্কার্ট পরেছেন তানজিন তিশা, সঙ্গে রয়েছে উজ্জ্বল কমলা টপস। ওপরে পরেছেন হালকা বাদামি রঙের কার্ডিগান, যার সাদা পশমের কলার অভিনেত্রীকে দিয়েছে এক অনন্য লুক।
এছাড়াও স্টাইলিশ চশমা, হালকা মেকআপ এবং খোলা চুলে তিশা ছিলেন একেবারেই মোহময়ী। পায়ে সাদা স্নিকার্সও নজর কাড়ে অনেকের।

বিভিন্ন পোজে তোলা ছবিগুলোতে তিশাকে দেখা গেছে কখনও পেছন ফিরে ক্যামেরার দিকে তাকিয়ে, আবার কখনওবা খোলা চুলে মৃদু হাসিতে ক্যামেরাবন্দি হতে। তার এই লুক এবং ভঙ্গিমা নজর কেড়েছে ভক্ত ও নেটিজেনদের- তা বলার বাকি রাখে না।

 

তানজিন তিশা অভিনীত ওটিটি কনটেন্ট ‘ঘুমপরী’ মুক্তি পেয়েছে গত ফেব্রুয়ারিতে। এই ওয়েবফিল্মে তার অভিনয় ছিল দর্শকপ্রিয় এবং প্রশংসিত।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» কর্মীদের সুরক্ষায় গার্ডিয়ানের সাথে ব্যাংক এশিয়ার পার্টনারশিপ

» দেশজুড়ে ওয়ালটন প্লাজায় বিশেষ ছাড় উপভোগ করবেন বাংলালিংকের অরেঞ্জ ক্লাবের সদস্যরা

» সিলেটে জীবনরক্ষাকারী যক্ষ্মা চিকিৎসায় আইসিডিডিআর,বি-এর পাশে দাঁড়ালো প্রাইম ব্যাংক

» উদ্ভাবনী আইটি সেবা নিয়ে টেক্সটেকে অংশ নিচ্ছে এক্সেনটেক

» চারটি আসন বহালের দাবিতে বাগেরহাটে সর্বদলীয় বিক্ষোভ, বুধ-বৃহ্স্পতিবার হরতালের ডাক

» জামালপুরে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

» দেশের সর্বপ্রথম ডিজিটাল এসএমই লোন ‘সাফল্য’ নিয়ে এলো ব্র্যাক ব্যাংক

» উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে ডাকসু নির্বাচন : ডিসি মাসুদ

» ভোট কেন্দ্র দখলের পাঁয়তারা করছে ছাত্রদল: শিবির সেক্রেটারি

» এনআইডি হারিয়ে গেলে আর জিডি করতে হবে না: ইসি সচিব

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভিন্ন পোজে নজর কাড়লেন তিশা

সংগৃহীত ছবি
বিনোদন ডেস্ক :আগের চেয়ে এখন কাজের পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। মানসম্মত না হলে কোনো কাজেই নিজেকে যুক্ত রাখেন না বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি অভিনেত্রী অংশ নিয়েছিলেন বাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি।

পুরস্কার পাওয়ার পর তিনি জানান, আগামী ঈদকে কেন্দ্র করে বেশ কয়েকটি কাজ করেছেন। তবে এই মুহূর্তে কাজের ব্যস্ততা অনেকটা কমই অভিনেত্রীর; তাই তো দেশের বাইরে ছুটির আমেজে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে তাকে।

 

বর্তমানে তানজিন তিশা অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, রোজভেল্ট আইল্যান্ডে। গত শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। তিশার ফ্রেমে তখন ম্যানহাটনের বিখ্যাত সিটি স্কাইলাইনও দেখা যায়।

ছবিতে দেখা যায়, গাঢ় গোলাপি রঙের স্যাটিন ম্যাটারিয়ালের লম্বা স্কার্ট পরেছেন তানজিন তিশা, সঙ্গে রয়েছে উজ্জ্বল কমলা টপস। ওপরে পরেছেন হালকা বাদামি রঙের কার্ডিগান, যার সাদা পশমের কলার অভিনেত্রীকে দিয়েছে এক অনন্য লুক।
এছাড়াও স্টাইলিশ চশমা, হালকা মেকআপ এবং খোলা চুলে তিশা ছিলেন একেবারেই মোহময়ী। পায়ে সাদা স্নিকার্সও নজর কাড়ে অনেকের।

বিভিন্ন পোজে তোলা ছবিগুলোতে তিশাকে দেখা গেছে কখনও পেছন ফিরে ক্যামেরার দিকে তাকিয়ে, আবার কখনওবা খোলা চুলে মৃদু হাসিতে ক্যামেরাবন্দি হতে। তার এই লুক এবং ভঙ্গিমা নজর কেড়েছে ভক্ত ও নেটিজেনদের- তা বলার বাকি রাখে না।

 

তানজিন তিশা অভিনীত ওটিটি কনটেন্ট ‘ঘুমপরী’ মুক্তি পেয়েছে গত ফেব্রুয়ারিতে। এই ওয়েবফিল্মে তার অভিনয় ছিল দর্শকপ্রিয় এবং প্রশংসিত।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com