সম্প্রতি, ক্রসফিট অ্যাসেম্বলের সাথে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে মেটলাইফ বাংলাদেশ। এই এমওইউ’র ফলে, ক্রসফিট অ্যাসেম্বল জিমের সাবস্ক্রিপশন ফি-তে ৪৯ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা।
মেটলাইফের ইস্যু করা লাইফ কার্ড দেখিয়ে এ বিশেষ ছাড় উপভোগ করা যাবে। ওয়ান বাই মেটলাইফ মোবাইল অ্যাপ থেকে এ কার্ডের ডিজিটাল কার্ড ডাউনলোড করা যাবে। গ্রাহকদের জন্য লাইফস্টাইল কেন্দ্রিক সুবিধা প্রদানের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে মেটলাইফ।
নিজেদের স্পেশালাইজড স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং প্রোগ্রাম এর জন্য দেশের ফিটনেস ক্ষেত্রে সুনাম অর্জন করেছে ক্রসফিট অ্যাসেম্বল।
এমওইউ-তে স্বাক্ষর করেন ক্রসফিট অ্যাসেম্বলের প্রতিষ্ঠাতা মো. আমিনুল হক নাবিল এবং মেটলাইফ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার নওফেল আনোয়ার।