সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ঘটনার সাথে জড়িত সন্দেহে আটজনকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ মে) বিকেল ৪টা ৪৫ মিনিটে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি।
তদন্তের চাঞ্চল্যকর তথ্য জনসমক্ষে তুলে ধরা হবে প্রেস ব্রিফিং এ।সংবাদমাধ্যমকে ব্রিফিং কাভারেজে উপস্থিত থাকার জন্য আগেই আমন্ত্রণ জানান ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ ।
উল্লেখ্য, শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনাটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ শিক্ষার্থীর এমন নির্মম হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক, সহপাঠী ও নাগরিক সমাজ।