সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ইমো ও ব্যাংক রিসিট প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে একাধিক সিমকার্ড, মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার বিলমারিয়া এলাকায় ওই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার মমিনপুর গ্রামের মুশফিকুর রহিম প্রান্ত, ওয়াহিদুজ্জামান সরকারের ছেলে শাহরিয়ার পারভেজ এবং জিয়ার ছেলে জাহিদ হাসান জীবন।
লালপুর থানার কর্মকর্তা (ওসি, তদন্ত) মমিনুজ্জামান জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাকিং ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল। আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে।