ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ফের জাতীয় সরকার গঠনের আহ্বান জানালেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। শুক্রবার (২৩ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহবান জানান।
ফেসবুকে তিনি লিখেন, জাতীয় সরকার ব্যতীত কোন নির্দিষ্ট বলয়ের সরকার দিয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। গণঅভ্যুত্থানের অংশীজনদের নিয়ে জাতীয় সরকার গঠনই জাতীয় সংকট সমাধানের পথ।
এর আগেও আরো কয়েকবার উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে জাতীয় সরকার গঠন করার আহ্বান জানিয়েছিলেন তিনি। বিভিন্ন সময় তিনি দাবি করে বলেন, অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান চলমান থাকলে স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একমত হতে হবে সবাইকে। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকারের উপদেষ্টারা। অন্তর্বর্তী সরকারের মধ্যে পরিবর্তন এনে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান জানান নুর।