ফাইল ছবি
অনলাইন ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের সালনা ইপসা গেট এলাকায় প্রীতি গ্রুপের এক নারী পোশাক কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
তিনি পোড়াবাড়ী এলাকায় স্থানীয় জাহাঙ্গীর আলমের বাসায় ভাড়ায় বসবাস করে প্রীতি গার্মেন্টসে কাজ করতেন।
নিহতের স্বজনদের অভিযোগ, প্রীতি গ্রুপের কারখানার শ্রমিক শারমিন আক্তার তার ডিউটি শেষ করে গেল রাত ১১টায় বাসায় ফিরছিলেন। তিনি বাড়ির পাশে পৌঁছলে ঘাতক স্বামী তাকে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পারিবারিক কলহের জের ধরে শারমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এ ব্যাপারে ঘাতক স্বামী মোজাম্মেলকে আটক করা হয়েছে। মামলা দায়েরসহ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।