সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : পতিত আওয়ামী লীগ সরকারের সময় ছাত্র-জনতার উপর চালানো গুলির নির্দেশদাতা হিসেবে ৫১ জন সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নাম প্রকাশ করেছে ‘জুলাই ঐক্য’। আজ মঙ্গলবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন সংগঠনটি।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, গত বছর ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে চলা ছাত্র-জনতার আন্দোলনে যেসব নির্বাহী ম্যাজিস্ট্রেট সরাসরি দায়িত্ব পালন করে গুলি চালানোসহ দমন-পীড়নের ভূমিকা রেখেছেন তাদের তালিকা তৈরি করেছি জুলাই ঐক্য।
সংগঠনটি দাবি করেছে, গত বছরের আন্দোলনের সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের সরাসরি নির্দেশে নিরীহ ও সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে বর্বর দমন নীতি প্রয়োগ করা হয়। অনেককে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়, অনেকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনেও মামলা করা হয়। এসব কর্মকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী ম্যাজিস্ট্রেটদের তালিকা জনসম্মুখে আনা হয়েছে মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার লক্ষ্যে।
প্রসঙ্গত, গত ১০ মে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং নির্বাচন কমিশন থেকে দলটির নিবন্ধন স্থগিত করা হয়। এর আগে, ৬ মে ৩৫টি সামাজিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে গঠিত হয় ‘জুলাই ঐক্য’। বর্তমানে এই জোটে যুক্ত হয়েছে ৮০টির বেশি সংগঠন।