সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : কোরবানির ঈদেও নতুন সিনেমা নিয়ে আসছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। গতকাল রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’র ফোরকাস্টে প্রকাশ হয়েছে। এতে নতুন ঢঙয়ের কিছু দৃশ্য ও শাকিব খানের নতুন অবতার নেটদুনিয়ায় বেশ আলোচিত হচ্ছে।
এক মিনিট তিরিশ সেকেন্ডের ফোরকাস্টের শুরুতে আবহাওয়া বার্তায় দেশের সব পুলিশ স্টেশনকে ১০ নাম্বার বিপদ সংকেত দেখাতে বলা হয়। সেইসঙ্গে দেশবাসীকে অবস্থান পরিবর্তন না করতে পরামর্শ দেওয়া হয়। এরপর হাজির এক মুখোশ মানব যার তাণ্ডবে তটস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনি। তুমুল তাণ্ডবের পর দেখা যায় মুখোশ মানব আর কেউ নন, শাকিব খান। ছোট চুল, তামাটে ত্বক। এ যেন অন্য এক অবতার! সাথে দেখা গেল ধুমধুমার অ্যাকশনের দৃশ্যও।
টানটান উত্তেজনার টিজারটি প্রকাশের পর থেকেই ঝড় তুলে ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। টিজার দেখে শাকিব ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো। ফোরকাস্টে শাকিব খান ছাড়াও জয়া আহসান, রোজী সিদ্দিকি ও এজাজুল ইসলামকে দেখা গেছে।