মুখোশ পরে ‘তাণ্ডব’ চালালেন শাকিব, ধরা পড়লেন ক্যামেরায়!

সংগৃহীত ছবি
বিনোদন ডেস্ক :দেশজুড়ে ভয়াবহ দুর্যোগের সম্ভাবনা রয়েছে। সব পুলিশ স্টেশনকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা ও গতিবেগ আজ অস্বাভাবিক ভয়ঙ্কর। সব দেশবাসী তাই আজ যে যেখানে অবস্থান করছেন, সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে- ঘোষণাটি শেষ হওয়া মাত্রই এক মুখোশধারীর উপস্থিতি; যার পেছনে একঝাঁক অস্ত্রধারী। আর তাদের সকলের পরনে মাঙ্কি মাস্ক!

আবহাওয়ার পূর্বাভাসের মতো এমন ঘোষণা দিয়েই শুরু হলো ‘তাণ্ডব’ এর ঝলকের শুরুটা। এবার বলা যাক টিজারের বাকিটুকু নিয়ে। নাটকীয় এই ঘোষণার পর সেই মুখোশ পরা অস্ত্রধারী গ্যাং দলটি লেগে পড়ল তাণ্ডব চালাতে! সোয়াট বাহিনীকে কাবু করে ঢুকে পড়ল একটি গুপ্ত জায়গায়, সেখানেও থামেনি তাণ্ডব।

 

দেড় মিনিটের এই টিজারের অ্যাকশন ও রহস্যে ভরপুর করে তুলেছেন নির্মাতা রায়হান রাফী। তবে প্রথম এক মিনিটেও ছিল না শাকিবের উপস্থিতি। দর্শকরাও খুঁজছিলেন সেই প্রিয় মুখ। তাহলে কি মাঙ্কি মাস্কের আড়ালেই রয়েছেন শাকিব খান- ওঠে কৌতূহল।

তাণ্ডব চালানোর এক পর্যায়ে ক্যামেরার সামনে মাথা নাড়াতে দেখা যায় মাঙ্কি মাস্ক পরা এক গ্যাংকে। এ সময় মাস্কটি নিজেই খুললেন- আর সঙ্গেই দেখা মিল শাকিব খানকে; এক রাফ অ্যান্ড টাফ লুকে। চোখ বড় বড় করে তাকালেন- যেন মনে হলো ধরা পড়ে গেছেন!

তবে টিজারে শাকিবের এমন উপস্থিতিতে যে চমকে গেছে দর্শকেরা, তা বলার বাকি রাখে না।

শুধু তাই নয়, টিজারের এক ঝলকে জয়া আহসানকেও দেখা গেছে; যেখানে নায়িকা ছিলেন অ্যাকশন অবতারে।

 

‘তাণ্ডব’ এর টিজার প্রকাশ হতেই সামাজিক মাধ্যমে ক্যাপশনে লেখা হয়, ‘সিনেমার ভূমিকম্প শুরু হতে চলেছে! বিশৃঙ্খলার নতুন রূপের মুখোমুখি হন! এখানে রয়েছে বহু প্রতীক্ষিত ‘তাণ্ডব’-এর পূর্বাভাস!’

 

সবকিছু ঠিক থাকলে আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে ‘তাণ্ডব’। এ নিয়ে শাকিব খান তার ফেসবুক পেজে লিখেছেন, ‘এই ঈদুল আযহায় সবাইকে নিজ এলাকার প্রেক্ষাগৃহে অবস্থান নিতে বলা হয়েছে। তাণ্ডব আসছে।’

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

» নতুন সরকারের মন্ত্রীদের জন্য কোনো গাড়ি কেনা হচ্ছে না: অর্থ উপদেষ্টা

» বাড়ল স্বর্ণের দাম

» মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল

» বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক গোলযোগ, দেশব্যাপী লোডশেডিং

» বুধবার ঢাবির সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ

» আপত্তিকর ছবি ভাইরাল, আদালতে ঐশ্বরিয়া

» ভোট কারচুপির অভিযোগ এনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

» মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল প্যানেল

» কর্মীদের সুরক্ষায় গার্ডিয়ানের সাথে ব্যাংক এশিয়ার পার্টনারশিপ

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মুখোশ পরে ‘তাণ্ডব’ চালালেন শাকিব, ধরা পড়লেন ক্যামেরায়!

সংগৃহীত ছবি
বিনোদন ডেস্ক :দেশজুড়ে ভয়াবহ দুর্যোগের সম্ভাবনা রয়েছে। সব পুলিশ স্টেশনকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা ও গতিবেগ আজ অস্বাভাবিক ভয়ঙ্কর। সব দেশবাসী তাই আজ যে যেখানে অবস্থান করছেন, সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে- ঘোষণাটি শেষ হওয়া মাত্রই এক মুখোশধারীর উপস্থিতি; যার পেছনে একঝাঁক অস্ত্রধারী। আর তাদের সকলের পরনে মাঙ্কি মাস্ক!

আবহাওয়ার পূর্বাভাসের মতো এমন ঘোষণা দিয়েই শুরু হলো ‘তাণ্ডব’ এর ঝলকের শুরুটা। এবার বলা যাক টিজারের বাকিটুকু নিয়ে। নাটকীয় এই ঘোষণার পর সেই মুখোশ পরা অস্ত্রধারী গ্যাং দলটি লেগে পড়ল তাণ্ডব চালাতে! সোয়াট বাহিনীকে কাবু করে ঢুকে পড়ল একটি গুপ্ত জায়গায়, সেখানেও থামেনি তাণ্ডব।

 

দেড় মিনিটের এই টিজারের অ্যাকশন ও রহস্যে ভরপুর করে তুলেছেন নির্মাতা রায়হান রাফী। তবে প্রথম এক মিনিটেও ছিল না শাকিবের উপস্থিতি। দর্শকরাও খুঁজছিলেন সেই প্রিয় মুখ। তাহলে কি মাঙ্কি মাস্কের আড়ালেই রয়েছেন শাকিব খান- ওঠে কৌতূহল।

তাণ্ডব চালানোর এক পর্যায়ে ক্যামেরার সামনে মাথা নাড়াতে দেখা যায় মাঙ্কি মাস্ক পরা এক গ্যাংকে। এ সময় মাস্কটি নিজেই খুললেন- আর সঙ্গেই দেখা মিল শাকিব খানকে; এক রাফ অ্যান্ড টাফ লুকে। চোখ বড় বড় করে তাকালেন- যেন মনে হলো ধরা পড়ে গেছেন!

তবে টিজারে শাকিবের এমন উপস্থিতিতে যে চমকে গেছে দর্শকেরা, তা বলার বাকি রাখে না।

শুধু তাই নয়, টিজারের এক ঝলকে জয়া আহসানকেও দেখা গেছে; যেখানে নায়িকা ছিলেন অ্যাকশন অবতারে।

 

‘তাণ্ডব’ এর টিজার প্রকাশ হতেই সামাজিক মাধ্যমে ক্যাপশনে লেখা হয়, ‘সিনেমার ভূমিকম্প শুরু হতে চলেছে! বিশৃঙ্খলার নতুন রূপের মুখোমুখি হন! এখানে রয়েছে বহু প্রতীক্ষিত ‘তাণ্ডব’-এর পূর্বাভাস!’

 

সবকিছু ঠিক থাকলে আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে ‘তাণ্ডব’। এ নিয়ে শাকিব খান তার ফেসবুক পেজে লিখেছেন, ‘এই ঈদুল আযহায় সবাইকে নিজ এলাকার প্রেক্ষাগৃহে অবস্থান নিতে বলা হয়েছে। তাণ্ডব আসছে।’

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com