ফাইল ফটো
অনলাইন ডেস্ক :ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ মে) ভোর ৫টার দিকে জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের রামপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল।
আটকরা হলেন, যশোরের বেনাপোল এলাকার পারভীন বেগম, শার্শা উপজেলার নুরুন নাহার বেগম, সদর উপজেলার শায়না শেখ, ঝিকরগাছা উপজেলার রহিমা গাজী, মনিরামপুর উপজেলার বিলকিছ বেগম এবং কালিয়া উপজেলার লাভলী।
নড়ালের কালিয়া উপজেলার লাভলী, সামিউল মোল্লা ও আফসানা মোল্লা। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রাশিদা বেগম, সাইফুল ইসলাম, নুরতাজ বেগম, সায়রা খাতুন ও সাহেল। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নাসিমা বেগম। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ময়না বেগম এবং বরিশালের গৌরনদী উপজেলার নাছিমা বেগম।
বিজিবি ও স্থানীয়দের বরাদ দিয়ে ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল ঢাকা পোস্টকে জানায়, ভোর ৫টার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের রামপুর চাপাসার বিওপির সীমান্ত মেইন পিলার ৩৪৮/২ এস থেকে ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামপুর ১৭ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৪২ বিজিবির টহলরত একটি দল তাদের আটক করেন। এরমধ্যে ৪ জন নারী ও ১৩ জন পুরুষ আছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকা পোস্টকে জানান, ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করায় ১৭ জনকে আটক করা হয় বলে আমি খবর শুনেছি।