ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫: দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পৌরসংস্থা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের এক্সক্লুসিভ এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
এই এমপ্লয়ি ব্যাংকিং চুক্তির ফলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তারা ব্র্যাক ব্যাংকের সাথে স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট ও ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, ডিপিএস ও এফডিআরসহ এমপ্লয়ি ব্যাংকিংয়ের এক্সক্লুসিভ সব ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন।
২১ এপ্রিল ২০২৫ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং ব্র্যাক ব্যাংকের হেড অব রিজিওনাল কর্পোরেট (চট্টগ্রাম) কায়েস চৌধুরী এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব এমপ্লয়ি ব্যাংকিং একেএম শাহাদুল ইসলাম, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড মো. শহিদুল ইসলাম খান, চট্টগ্রামের রিজিওনাল হেড অব এমপ্লয়ি ব্যাংকিং ফিরোজ মাহমুদ, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ক্লাস্টার ম্যানেজার জাহেদুল ইসলাম মজুমদার, ব্রাঞ্চ ম্যানেজার রুবেল সাহা, ক্যাশ ম্যানেজমেন্টের ইউনিট হেড নার্গিস আক্তার মুন্নি, এমপ্লয়ি ব্যাংকিংয়ের অ্যাসোসিয়েট ম্যানেজার তোফাজ্জল হোসেন মবিন এবং অন্যান্য টিম মেম্বাররা।
বাংলাদেশের চাকরিজীবীদের বিস্তৃত ও সুবিধাজনক ব্যাংকিং সেবা দিতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।
বিশেষায়িত ও উপভোগ্য ব্যাংকিং সেবার মাধ্যমে তাঁদের ব্যাংকিং অভিজ্ঞতাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে ব্র্যাক ব্যাংক সবসময় সচেষ্ট।