সরকারের ইশারাতেই আবদুল হামিদ দেশ ছাড়েন : ভিপি নুর

সংগৃহীত ছবি

 

ডেস্ক রিপোর্ট :সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ অন্তর্বর্তী সরকারের ইশারাতেই দেশ ছাড়েন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, আব্দুল হামিদের পালিয়ে যাওয়া সরকারের ইশারাতেই হয়েছে।

 

বৃহস্পতিবার (০৮ মে) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ষষ্ঠবর্ষে পদার্পণ উপলক্ষে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিত’-শীর্ষক আলোচনা সভায় ভিপি নুর এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে গণঅভ্যুত্থান বা বিপ্লবের পর সেই গণঅভ্যুত্থান বা বিপ্লবের অংশীজনদের নিয়ে সরকার গঠন করা হয়। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের সুবিধাভোগী, বিদেশি মদদপুষ্ট ব্যক্তিদের নিয়ে সরকার গঠন করা হয়েছে। ছাত্রদের তিনজন প্রতিনিধি রাখা হয়েছিল। তারা ৩ জন কেন গেল? অথচ উচিত তো ছিল গণঅভ্যুত্থানের অংশীজনদের নিয়ে সরকার গঠন করা।

 

তিনি বলেন, ৫ আগস্টের পূর্বে সবার মাঝে ঐক্য ছিল, কিন্তু এখন সেই ঐক্য নেই। গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মাঝে বিভক্তি দেখা দিয়েছে। যারা গণঅভ্যুত্থানের এই ঐক্য বিনষ্ট করেছে, তাদেরও একদিন বিচার হবে। দেশের এই পরিস্থিতিতে দেশকে সামনে এগিয়ে নিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারে রূপদানের মাধ্যমে জাতিকে পথ দেখাতে হবে। অন্যথায় দেশের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, একদিকে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ, বিপ্লবীরা মার খাচ্ছে- এসব বলছে, অন্যদিকে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। আওয়ামী লীগের অর্থের যোগানদাতা বসুন্ধরা, ওরিয়ন, রূপায়ন গ্রুপের মাফিয়া দুর্বৃত্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং বিপ্লবীরা রূপায়নের মাফিয়া মুকুলের বিল্ডিংয়ে উঠেছে। অর্থের বিনিময়ে আওয়ামী মাফিয়া-লুটেরাদের রক্ষা করা হচ্ছে। সাবের হোসেন চৌধুরীসহ আওয়ামী লীগের নেতাদের জামিন এবং আবদুল হামিদের পালিয়ে যাওয়া সরকারের ইশারাতেই হয়েছে।

 

ভিপি নুর বলেন, গত বছর আওয়ামী দুর্বৃত্তরা মানুষকে জিম্মি করে শ্রমবাজারে সিন্ডিকেট করেছিল। ৫ আগস্টের পরও এখন নতুন করে নতুন সিন্ডিকেট গড়ে উঠছে। এসব সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলতে হবে। আমরা শুনেছি, এই শ্রমবাজার সিন্ডিকেটের সঙ্গে নাকি জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া অনেকেই জড়িত রয়েছে। শ্রমবাজারের এই সিন্ডিকেট ভাঙতে হবে। প্রবাসী শ্রমিকদের ব্যয় ১ লক্ষ টাকার মধ্যে নিয়ে আসতে হবে। প্রবাসে মারা গেলে সরকারি খরচে অসহায় প্রবাসীর লাশ দেশে আনতে হবে। এক কোটির বেশি প্রবাসী রয়েছে, তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আওয়ামী লীগের পতনের পিছনেও প্রবাসীদের ভূমিকা রয়েছে। তাই জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত এবং ১০% সংরক্ষিত আসন দিতে হবে।

 

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি। অবশেষে সেই কাঙ্ক্ষিত দাবি পূরণ হতে যাচ্ছে। প্রবাসীরা আমাদের অমূল্য সম্পদ। তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে। প্রবাসীরা রেমিট্যান্স শাটডাউন না করলে হাসিনার পতন হতো না। তাদের কারণেই গণঅভ্যুত্থান সফল হয়েছে। আমরা লক্ষ্য করছি, ডামি রাষ্ট্রপতি, ডামি মন্ত্রীরা সরকারের সহযোগিতায় দেশ ছাড়ছে। সরকার গণহত্যা বিচার ও আ.লীগকে নিষিদ্ধ না করে তাদের পুনর্বাসনের মাধ্যমে গণঅভ্যুত্থানের চেতনার বিপরীতে অবস্থান নিয়েছে। এটা শহীদের রক্তের সঙ্গে বেইমানি। অবশ্যই আবদুল হামিদের দেশ ছাড়ার পেছনে যারা দায়ী তাদের বিচার করতে হবে। অন্যথায় সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দালালদের পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন গড়ে তুলবো।

 

গণঅধিকার পরিষদের মুখপাত্র ও উচ্চতর পরিষদের সদস্য ফারুক হাসান বলেন, প্রবাসীদের রেমিট্যান্সে দেশ চলে তাদের ন্যায্য পাওনা দিতে সমস্যা কোথায়। প্রবাসীদের ভোটাধিকার সহ যৌক্তিক ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা হোক। অনলাইনে যুক্ত হয়ে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো. কবীর হোসেন। তিনি প্রবাসীদের ১০ দফা তুলে ধরেন।

 

প্রবাসীদের ১০ দফা দাবি

১. অনিয়মিত, আনডকুমেন্টেড, দুস্থ এবং অসহায় প্রবাসী বাংলাদেশি কর্মীর মরদেহ পরিবহন ব্যয়সংক্রান্ত নীতিমালা-২০২২ এর দ্রুত বাস্তবায়ন চাই।

 

২. প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র চাই ও বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট/প্রক্সি ভোটে নয় বাংলাদেশি দূতাবাস ও নির্বাচনী বুথে ব্যালট বাক্সে স-শরীরে অথবা অনলাইনে প্রবাসীরা নিজের ভোট নিজে দিতে চাই এবং জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিতের জন্য ১০% সংরক্ষিত আসন বরাদ্দ চাই।

৩. বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ, যথাযথ সম্মান ও বাংলাদেশ বিমানসহ বেসরকারি অন্যান্য বিমানের সিন্ডিকেটমুক্ত সুলভ মূল্যে বিমান টিকিট চাই।

 

৪. প্রবাসীদের জন্য যুগপোযোগী দ্বৈত নাগরিকত্ব আইন প্রণয়ন ও পেনশন সুবিধা চাই।

 

৫. সহজ প্রক্রিয়ায় পাসপোর্ট সংশোধনের সুযোগসহ দালাল ও হয়রানি মুক্ত পাসপোর্ট ও দূতাবাস সেবা চাই।

 

৬. প্রবাসী সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং প্রবাসী ও প্রবাসীদের পরিবারের সদস্যদের সুচিকিৎসার জন্য অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সেবা ও বিশেষায়িত হাসপাতাল চাই।

 

৭. জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য প্রতিবছর (৫%) বিশেষ বরাদ্দ চাই।

 

৮. বিদেশে কাগজপত্রবিহীন প্রবাসীদের বৈধকরণে সরকারের সহযোগিতা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশের ভিসা ঢাকা থেকেই পাওয়ার ব্যবস্থা চাই।

 

৯. বাংলাদেশি কর্মী যেসব দেশে আছে সেসব দেশে পর্যাপ্ত প্রবাস বান্ধব বাংলাদেশি দূতাবাস/হাইকমিশন ও শ্রম কল্যাণ উইং চাই।

 

১০. অভিবাসন ব্যয় ১ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ, জি টু জি এর মাধ্যমে প্রবাসে কর্মী প্রেরণ ও প্রবাস ফেরতদের কর্মসংস্থান, সুদমুক্ত পর্যাপ্ত ঋণ সুবিধা চাই।

 

প্রবাসী অধিকার পরিষদের সহ-সভাপতি নেয়ামত উল্যা’র সভাপতিত্বে এবং মানবপাচার প্রতিরোধবিষয়ক সম্পাদক শাহাব উদ্দিন শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, এরশাদ সিদ্দিকী, হাবিবুর রহমান রিজু, মাহফুজুর রহমান, মাহবুবুর রহমান জনি, বাংলাদেশ যুব অধিকার পরিষদের মনজুর মোর্শেদ মামুন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আল ইমরান, পেশাজীবী অধিকার পরিষদের আহ্বায়ক জাফর আহমেদ, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মায়াসহ প্রবাসী অধিকার পরিষদের নেতারা।

এতে আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের বিভিন্ন দেশের নেতারা আসিফ আহমেদ জনি, যুগ্ম সাধারণ সম্পাদক, মো. জুয়েল মুন্সী, পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় সংসদ, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, আবুল মনসুর সাজু চৌধুরী, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, সম্রাট আহমেদ, সাধারণ সম্পাদক, ব্রুনাই শাখা, আতিক হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক, লিবিয়া শাখা ,ফরহাদ গাজী, সাধারণ সম্পাদক, সংযুক্ত আরব আমিরাত, মো. জনি সদস্য, কুয়েত শাখা, সফিকুল ইসলাম জয়, সদস্য, মালয়েশিয়া শাখা ও আরও অনেকে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» যমুনার সামনে অবস্থান নেওয়ার ঘোষণা হাসনাতের

» আমরা যারা ফ্যাসিস্ট বিরোধী দল আছি, তারা যেন ঐক্য ধরে রাখি: সারজিস

» সরকারের ইশারাতেই আবদুল হামিদ দেশ ছাড়েন : ভিপি নুর

» পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আলম মোল্লা

» ভোটের মাধ্যমে আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই: মির্জা ফখরুল

» রাষ্ট্রপতির দেশ ত্যাগের দায় উপদেষ্টাদের নিতে হবে- ওসমান হাদী

» আমাদের লড়াইয়ের মূল বিষয় গণতন্ত্রের সংস্কার, যা দীর্ঘ ১৫ বছর ধরে লড়ছি :মির্জা ফখরুল

» ৯ মাস পরে আব্দুল হামিদ দেশ ছেড়েছেন, এটা সরকারের বড় ব্যর্থতা : সারজিস

» দলের নেতাদের দুর্নীতি নিয়ে যে ব্যবস্থা নিচ্ছে এনসিপি, জানালেন নাহিদ ইসলাম

» জুলাই ফাউন্ডেশনের সিইও পদ ছাড়লেন স্নিগ্ধ

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সরকারের ইশারাতেই আবদুল হামিদ দেশ ছাড়েন : ভিপি নুর

সংগৃহীত ছবি

 

ডেস্ক রিপোর্ট :সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ অন্তর্বর্তী সরকারের ইশারাতেই দেশ ছাড়েন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, আব্দুল হামিদের পালিয়ে যাওয়া সরকারের ইশারাতেই হয়েছে।

 

বৃহস্পতিবার (০৮ মে) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ষষ্ঠবর্ষে পদার্পণ উপলক্ষে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিত’-শীর্ষক আলোচনা সভায় ভিপি নুর এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে গণঅভ্যুত্থান বা বিপ্লবের পর সেই গণঅভ্যুত্থান বা বিপ্লবের অংশীজনদের নিয়ে সরকার গঠন করা হয়। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের সুবিধাভোগী, বিদেশি মদদপুষ্ট ব্যক্তিদের নিয়ে সরকার গঠন করা হয়েছে। ছাত্রদের তিনজন প্রতিনিধি রাখা হয়েছিল। তারা ৩ জন কেন গেল? অথচ উচিত তো ছিল গণঅভ্যুত্থানের অংশীজনদের নিয়ে সরকার গঠন করা।

 

তিনি বলেন, ৫ আগস্টের পূর্বে সবার মাঝে ঐক্য ছিল, কিন্তু এখন সেই ঐক্য নেই। গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মাঝে বিভক্তি দেখা দিয়েছে। যারা গণঅভ্যুত্থানের এই ঐক্য বিনষ্ট করেছে, তাদেরও একদিন বিচার হবে। দেশের এই পরিস্থিতিতে দেশকে সামনে এগিয়ে নিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারে রূপদানের মাধ্যমে জাতিকে পথ দেখাতে হবে। অন্যথায় দেশের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, একদিকে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ, বিপ্লবীরা মার খাচ্ছে- এসব বলছে, অন্যদিকে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। আওয়ামী লীগের অর্থের যোগানদাতা বসুন্ধরা, ওরিয়ন, রূপায়ন গ্রুপের মাফিয়া দুর্বৃত্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং বিপ্লবীরা রূপায়নের মাফিয়া মুকুলের বিল্ডিংয়ে উঠেছে। অর্থের বিনিময়ে আওয়ামী মাফিয়া-লুটেরাদের রক্ষা করা হচ্ছে। সাবের হোসেন চৌধুরীসহ আওয়ামী লীগের নেতাদের জামিন এবং আবদুল হামিদের পালিয়ে যাওয়া সরকারের ইশারাতেই হয়েছে।

 

ভিপি নুর বলেন, গত বছর আওয়ামী দুর্বৃত্তরা মানুষকে জিম্মি করে শ্রমবাজারে সিন্ডিকেট করেছিল। ৫ আগস্টের পরও এখন নতুন করে নতুন সিন্ডিকেট গড়ে উঠছে। এসব সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলতে হবে। আমরা শুনেছি, এই শ্রমবাজার সিন্ডিকেটের সঙ্গে নাকি জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া অনেকেই জড়িত রয়েছে। শ্রমবাজারের এই সিন্ডিকেট ভাঙতে হবে। প্রবাসী শ্রমিকদের ব্যয় ১ লক্ষ টাকার মধ্যে নিয়ে আসতে হবে। প্রবাসে মারা গেলে সরকারি খরচে অসহায় প্রবাসীর লাশ দেশে আনতে হবে। এক কোটির বেশি প্রবাসী রয়েছে, তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আওয়ামী লীগের পতনের পিছনেও প্রবাসীদের ভূমিকা রয়েছে। তাই জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত এবং ১০% সংরক্ষিত আসন দিতে হবে।

 

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি। অবশেষে সেই কাঙ্ক্ষিত দাবি পূরণ হতে যাচ্ছে। প্রবাসীরা আমাদের অমূল্য সম্পদ। তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে। প্রবাসীরা রেমিট্যান্স শাটডাউন না করলে হাসিনার পতন হতো না। তাদের কারণেই গণঅভ্যুত্থান সফল হয়েছে। আমরা লক্ষ্য করছি, ডামি রাষ্ট্রপতি, ডামি মন্ত্রীরা সরকারের সহযোগিতায় দেশ ছাড়ছে। সরকার গণহত্যা বিচার ও আ.লীগকে নিষিদ্ধ না করে তাদের পুনর্বাসনের মাধ্যমে গণঅভ্যুত্থানের চেতনার বিপরীতে অবস্থান নিয়েছে। এটা শহীদের রক্তের সঙ্গে বেইমানি। অবশ্যই আবদুল হামিদের দেশ ছাড়ার পেছনে যারা দায়ী তাদের বিচার করতে হবে। অন্যথায় সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দালালদের পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন গড়ে তুলবো।

 

গণঅধিকার পরিষদের মুখপাত্র ও উচ্চতর পরিষদের সদস্য ফারুক হাসান বলেন, প্রবাসীদের রেমিট্যান্সে দেশ চলে তাদের ন্যায্য পাওনা দিতে সমস্যা কোথায়। প্রবাসীদের ভোটাধিকার সহ যৌক্তিক ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা হোক। অনলাইনে যুক্ত হয়ে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো. কবীর হোসেন। তিনি প্রবাসীদের ১০ দফা তুলে ধরেন।

 

প্রবাসীদের ১০ দফা দাবি

১. অনিয়মিত, আনডকুমেন্টেড, দুস্থ এবং অসহায় প্রবাসী বাংলাদেশি কর্মীর মরদেহ পরিবহন ব্যয়সংক্রান্ত নীতিমালা-২০২২ এর দ্রুত বাস্তবায়ন চাই।

 

২. প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র চাই ও বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট/প্রক্সি ভোটে নয় বাংলাদেশি দূতাবাস ও নির্বাচনী বুথে ব্যালট বাক্সে স-শরীরে অথবা অনলাইনে প্রবাসীরা নিজের ভোট নিজে দিতে চাই এবং জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিতের জন্য ১০% সংরক্ষিত আসন বরাদ্দ চাই।

৩. বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ, যথাযথ সম্মান ও বাংলাদেশ বিমানসহ বেসরকারি অন্যান্য বিমানের সিন্ডিকেটমুক্ত সুলভ মূল্যে বিমান টিকিট চাই।

 

৪. প্রবাসীদের জন্য যুগপোযোগী দ্বৈত নাগরিকত্ব আইন প্রণয়ন ও পেনশন সুবিধা চাই।

 

৫. সহজ প্রক্রিয়ায় পাসপোর্ট সংশোধনের সুযোগসহ দালাল ও হয়রানি মুক্ত পাসপোর্ট ও দূতাবাস সেবা চাই।

 

৬. প্রবাসী সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং প্রবাসী ও প্রবাসীদের পরিবারের সদস্যদের সুচিকিৎসার জন্য অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সেবা ও বিশেষায়িত হাসপাতাল চাই।

 

৭. জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য প্রতিবছর (৫%) বিশেষ বরাদ্দ চাই।

 

৮. বিদেশে কাগজপত্রবিহীন প্রবাসীদের বৈধকরণে সরকারের সহযোগিতা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশের ভিসা ঢাকা থেকেই পাওয়ার ব্যবস্থা চাই।

 

৯. বাংলাদেশি কর্মী যেসব দেশে আছে সেসব দেশে পর্যাপ্ত প্রবাস বান্ধব বাংলাদেশি দূতাবাস/হাইকমিশন ও শ্রম কল্যাণ উইং চাই।

 

১০. অভিবাসন ব্যয় ১ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ, জি টু জি এর মাধ্যমে প্রবাসে কর্মী প্রেরণ ও প্রবাস ফেরতদের কর্মসংস্থান, সুদমুক্ত পর্যাপ্ত ঋণ সুবিধা চাই।

 

প্রবাসী অধিকার পরিষদের সহ-সভাপতি নেয়ামত উল্যা’র সভাপতিত্বে এবং মানবপাচার প্রতিরোধবিষয়ক সম্পাদক শাহাব উদ্দিন শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, এরশাদ সিদ্দিকী, হাবিবুর রহমান রিজু, মাহফুজুর রহমান, মাহবুবুর রহমান জনি, বাংলাদেশ যুব অধিকার পরিষদের মনজুর মোর্শেদ মামুন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আল ইমরান, পেশাজীবী অধিকার পরিষদের আহ্বায়ক জাফর আহমেদ, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মায়াসহ প্রবাসী অধিকার পরিষদের নেতারা।

এতে আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের বিভিন্ন দেশের নেতারা আসিফ আহমেদ জনি, যুগ্ম সাধারণ সম্পাদক, মো. জুয়েল মুন্সী, পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় সংসদ, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, আবুল মনসুর সাজু চৌধুরী, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, সম্রাট আহমেদ, সাধারণ সম্পাদক, ব্রুনাই শাখা, আতিক হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক, লিবিয়া শাখা ,ফরহাদ গাজী, সাধারণ সম্পাদক, সংযুক্ত আরব আমিরাত, মো. জনি সদস্য, কুয়েত শাখা, সফিকুল ইসলাম জয়, সদস্য, মালয়েশিয়া শাখা ও আরও অনেকে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com