[ঢাকা, ৮ মে ২০২৫] গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে স¤প্রতি চুক্তিবদ্ধ হয়েছে রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি)। এই চুক্তির মাধ্যমে, রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি)-এর সব কর্মী এবং তাদের পরিবার গার্ডিয়ান লাইফ-এর আর্থিক সুরক্ষার ছায়ায় থাকবেন।
গার্ডিয়ান – এর প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ রাকিবুল করিম, এফসিএ ও রেড সি গেটওয়ে টার্মিনালের প্রধান নির্বাহী কর্মকর্তা আরউইন হেজ নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিপত্রটি স্বাক্ষর করেন।
বন্দরনগরী চট্টগ্রামে আরএসজিটি প্রাঙ্গণে স¤প্রতি এ চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে গার্ডিয়ান – এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসভিপি ও হেড অব গ্রæপ ইন্স্যুরেন্স গাজী রাফি আহমেদ শামস, এসভিপি ও ডেপুটি হেড অব গ্রæপ ইন্স্যুরেন্স ইফতেখার আহমেদ, এসএভিপি ও গ্রæপ ইন্স্যুরেন্সের টিম লিড মোহাম্মদ সোয়েব এবং গ্রæপ ইন্স্যুরেন্সের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এসএম হাসিবুর রহমান।
এসময়, আয়োজনে রেড সি গেটওয়ে টার্মিনালের (আরএসজিটি) পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব লজিসটিকস হাসান ফারুক, হেড অব এইচআর মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রোকিউরমেন্ট সুপারভাইজার মো. আসাদুজ্জামান এবং জুনিয়র প্রোকিউরমেন্ট অফিসার মোসা. তাসফিয়া আমিন।